আদর্শ-জীবনচরিত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2334
23331. আবু হানিফা কত সালে ইন্তিকাল করেন?
- ৭৬০ সালে
- ৭৬৫ সালে
- ৭৬৭ সালে
- ৭৬৯ সালে
23332. যে পুস্তকে চিকিৎসার ধারা ও পদ্ধতি, ওষুধ তৈরির প্রক্রিয়া, গাছগাছড়ার গুণাগুণ প্রভৃতি বিষয় বিস্তারিত আলোচনা করা হয়েছে, তাকে বলা হয়-
- চিকিৎসা পদ্ধতি
- চিকিৎসা বিজ্ঞান
- ঔষধি বিজ্ঞান
- ওষুধশাস্ত্র
23333. খুলাফায়ে রাশেদিন অর্থ হলো-
- শ্রেষ্ঠ চার জন খলিফা
- আলোক প্রাপ্ত প্রতিনিধিগণ
- শ্রেষ্ঠ চার জন সাহাবি
- চার খলিফার সমষ্টি
23334. হযরত উমর (রা) নির্মাণ করেন-
- মসজিদ
- হাসপাতাল
- বিদ্যালয়
A,B,C
23335. ফিকহশাস্ত্রে কার অবদান সর্বাধিক?
- ইমাম বুখারী (রা)
- ইমাম আবু হানিফা (রা)
- ইবন জারির তাবারি (রা)
- ইমাম গাযযালি (রা)
23336. উমর (রা) এর সময় কোন ধরণের সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল?
- গণতান্ত্রিক
- স্বৈরতান্ত্রিক
- জবাবদিহিমূলক
A,C
23337. জাহেলি যুগে আরবে কোন মেলার প্রচলন ছিল?
- বৈশাখী
- উকায
- বই
- সারদীয়
23338. এ বালকই (বালক মুহাম্মদ) হবে শেষ যামানার আখেরি নবি- এ ভবিষ্যদ্বাণী কে প্রথম প্রকাশ করেন?
- আমিনা
- আবু তালিব
- বহিরা নাম পাদ্রি
- মাইসারা
23339. “আমিরুল মু’মিনুন ফিল হাদিস” (হাদিস বর্ণনায় মুমিনদের নেতা) কার উপাধি?
- ইমাম আবু হানিফা (রা)
- ইমাম বুখারি (রা)
- ইমাম গাযযালি (রা)
- ইমাম ইবনে জারির (রা)
23340. হযরত আবু বকর (রা) কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?
- ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য
- দুর্যোগ মুহূর্তে ইসলামি খিলাফতকে সুপ্রতিষ্ঠিত রাখার জন্য
- কুরআনের পান্ডুলিপি তৈরি করার জন্য
- কুরআন সংরক্ষণ করার জন্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আদর্শ-জীবনচরিত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2334"