আদর্শ-জীবনচরিত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2350
23491. মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর সংখ্যা কত ছিল?
- 1400
- 1000
- 10000
- 12000
23492. রায়হানপুর এলাকার বাসিন্দারা অধ:পতনের দ্বারাপ্রান্তে পৌঁছে গেছে। হত্যা, রাহাজানি, এমন কোনো অপরাধ নেই, যেটি তারা করছে না, তাদের এ আচরণ কোন যুগের কথা মনে করিয়ে দেয়?
- মধ্য
- প্রাচীন
- জাহেলি
- আধুনিক
23493. হযরত মুহাম্মদ (স) -এর বিশ্বস্ত কর্মচারীর নাম কী?
- হযরত মুহাম্মদ (স)
- হযরত খাদিজা (রা)
- হযরত আবু বকর (রা)
- চাচা আবু জেহেল
23494. ‘কিতাবুল মানাযির’ গ্রন্থটির আলোচ্য বিষয় কী?
- চক্ষু
- পৃথিবী
- চিকিৎসা
- মস্তিষ্ক
23495. উমর খৈয়াম উদ্ভাবিত পঞ্জিকাটির নাম কী?
- জিলালুল তারিখ
- তারিখুল জিলালী
- আল-তারিখ জালালী
- কিতাবুল মানাযির
23496. কোন খলিফা গভীর রাতে মহল্লায় ঘুরে বেড়াতেন?
- হযরত আবু বকর (রা)
- হযরত আলি (রা)
- সম্রাট নাসির উদ্দীন
- হযরত উমর (রা)
23497. মাধ্যাকর্ষণ শক্তির প্রথম আবিষ্কারক –
- হাসান ইবনে হায়সাম
- স্যার আইজ্যাক নিউটন
- আলবিরুনী
- আলি তাবারি
23498. এরিস্টটলের ধর্মতত্ত্ব আরবিতে কে অনুবাদ করেন?
- আল কিন্দি
- জুননুন মিসরি
- জাবির ইবনে হাইয়ান
- আল কাসি
23499. মক্কা বিজয়ের সময় মুসলিম বাহিনীর পতাকা কার হাতে ছিল?
- আবুজার-এর
- খালিদ বিন ওয়ালিদ এর
- তালহা বিন জুবায়ের এর
- হযরত আলি (রা) এর
23500. হযরত উসমান (রা) কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেন?
- ৩০ বছর
- ৩৪ বছর
- ২০ বছর
- ১২ বছর
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আদর্শ-জীবনচরিত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2350"