আত্মকর্মসংস্থান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1316
13151. নিচের কোনটি আত্মকর্মসংস্থানের উপযুক্ত ক্ষেত্র নির্বাচনের বিবেচ্য বিষয় নয়?
- সঠিক পণ্য নির্বাচন
- প্রাথমিক মুলধন
- পণ্যের চাহিদা নির্ধারণ
- আন্তর্জাতিক বাজার
13152. ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে পরিকল্পনা হচ্ছে-
- দিকনির্দেশনা দলিল
- চক্ষুস্বরূপ
- হস্তস্বরূপ
- কর্ণস্বরূপ
13153. আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধকরণে শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করতে হবে-
- বৃত্তিমূলক শিক্ষাকে
- কারিগরি শিক্ষাকে
- কর্মমুখী শিক্ষাকে
A,B,C
13154. কোন প্রতিষ্ঠান পল্লি অঞ্চলের মহিলাদের প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে ঋণ বিতরণ করে?
- বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ড
- যুব প্রশিক্ষণ কেন্দ্র
- গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প
- নট্রামস
13155. বাংলাদেশের মোট শ্রম শক্তির পরিমাণ কত?
- ৩ কোটি ৬৭ লক্ষ
- ৪ কোটি ৯০ লক্ষ
- ৫ কোটি ৬৭ লক্ষ
- ৬ কোটি ৬৭ লক্ষ
13156. বাংলাদেশে প্রকট বেকার সমস্যার সমাধানে পরামর্শ হচ্ছে-
- বেকারদের সংখ্যা অনুযায়ী সরকারি চাকরির পদ বৃদ্ধি
- বেসরকারি প্রতিষ্ঠানকে অতিরিক্ত জনবল নিয়োগে বাধ্য করা
- প্রশিক্ষণ গ্রহণপূর্বক ব্যবসায়/আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা
13157. কর্মসংস্থানের প্রকারভেদ-
- দু প্রকার যথা- বেতন ও মজুরি
- তিন প্রকার যথা- চাকরি আত্মকর্মসংস্থান ও ব্যবসায়
- চার প্রকার যথা- বেতন
13158. আত্মকর্মসংস্থানে প্রবেশের বয়স কত?
- 16
- 18
- 21
- যেকোন বয়স
13159. ব্যবসায় ঝুঁকি মোকাবিলায় উপায় কী?
- ব্যবসায়সংক্রান্ত ঝুঁকি আগেই নিরূপণ করা
- ঝুঁকি মোকাবিলা করার কৌশল স্থির করে রাখা
- ঝুঁকিহীন প্রকল্প গ্রহণ
A,B
13160. বাংলাদেশের যুবসমাজ জীবিকা বলতে চাকরিকে বুঝে থাকে কেন?
- দীর্ঘদিনের সামাজিক মূল্যবোধের কারণে
- পুঁথিগত পড়াশুনার কারণে
- চাকরির মাধ্যমে অধিক উপার্জন করা যায় বিধায়
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আত্মকর্মসংস্থান - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1316"