আত্মকর্মসংস্থান – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1312
13111. নট্রামস কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়?
- শিক্ষা
- স্বাস্থ্য
- যুব ও ক্রীড়া
- মহিলা বিষয়ক
13112. আলম লন্ড্রি দোকানে মাসিক ৩,০০০ টাকা বেতনে কাজ করে। এটা আত্মকর্মসংস্থানমূলক কাজ নয়। করণ-
- লন্ড্রি দোকানের কাজ আত্মকর্মসংস্থানমূলক নয়
- আলম বেতনের বিনিময়ে কাজ করে
- আলমের স্বনির্ভর পেশায় নিয়োজিত থাকার মানসিকতা নেই
13113. মি. শফিক টি.ভি মেরামতকারী প্রতিষ্ঠানে চাকরি করেন। চাকরিতে বেতন কম বিধায় তিনি নিজেই একটি টি.ভি মেরামতের দোকান স্থাপন করেন। মি. শফিকের বর্তমান পেশাটি কোন ধরণের?
- চাকরি
- আত্মকর্মসংস্থান
- ব্যবসায়
- শিল্প
13114. হাজিফুর রহমান কত সালে জাহাজে কাজ শুরু করেন?
- ১৯৮০ সালে
- ১৯৮৭ সালে
- ১৯৯০ সালে
- ২০০০ সালে
13115. আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত ব্যবসায়-
- রেডিও ও টেলিভিশন মেরামত
- মৌমাছি চাষ
- জাহাজ নির্মাণ
A,B
13116. আত্মকর্মসংস্থানের ক্ষেত্র কোনটি?
- সবজি চাষ
- বাড়ি নির্মাণ
- চাকরি
- কোম্পানি গঠন
13117. দেশের কোন অবস্থা ব্যবসায়ের সাফল্যকে সবচেয়ে বেশি প্রভাবিত করে?
- অর্থনৈতিক
- কারিগরি
- সাংস্কৃতিক
- প্রাকৃতিক
13118. উদ্দীপকে বর্ণিত কাজটিকে ভবিষ্যতে শিখার কর্মসংস্থানের উপর হিসেবে গ্রহণ করার যৌক্তিক কারণ কোনটি?
- সামাজিক অবস্থান ভালো
- বাজার চাহিদা ভালো
- শিক্ষার্থীদের অনুরোধ
- কম্পিউটারে অধিক পারদর্শী হওয়া
13119. বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের অর্থনীতিতে কোন উক্তিটি সত্য বলে প্রতীয়মান হয়?
- ৫০ ভাগ লোক গ্রামে বাস করে
- বাড়তি বেকার সমস্যা
- শিল্পখাতের অবদান সবচেয়ে বেশি
- কৃষিখাতের অবদান সবচেয়ে কম
13120. আত্মকর্মসংস্থানমূলক কাজ হলো-
- কাঠের আসবাবপত্র তৈরি
- টেইলারিং
- রবার চাষ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আত্মকর্মসংস্থান - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1312"