
আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার ১৩৭তম জন্ম এবং ৮৫তম মৃত্যুবার্ষিকী।
দিনটি উপলক্ষে ঢাকা, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণীতে বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নারীসমাজকে আত্মোন্নয়নে ব্রতী হওয়ার আহ্বান জানান।
রোকেয়া দিবস উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া পদক-২০১৭ প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে প্রধান অতিথি থাকবেন। বাংলা একাডেমি আগামীকাল রবিবার বিকেল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে একক বক্তৃতানুষ্ঠানের আয়োজন করেছে।
রোকেয়ার জন্মস্থান মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মেলা। মেলাকে ঘিরে আলোকিত হয়ে উঠছে পায়রাবন্দ। রোকেয়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে।
সকাল ১০টায় পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিকেল ৪টায় রোকেয়া মেলার উদ্বোধন করা হবে। রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ মেলার উদ্বোধন করবেন। সরকারি ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান, রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা, মেলা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
দিবসটি উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর রোকেয়া ফোরামসহ রংপুরের বিভিন্ন সংগঠন শোভাযাত্রা, বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, মিলাদ মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেডিক্যাল সেন্টারে ওষুধ হস্তান্তর করাসহ আলোচনাসভার আয়োজন করেছে।
এদিকে বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দকে পর্যটনকেন্দ্র ঘোষণা করার দাবি জানিয়েছে এলাকাবাসী। একই সঙ্গে রোকেয়া স্মৃতিকেন্দ্র চালুসহ কলকাতা থেকে বেগম রোকেয়ার সমাধি পায়রাবন্দে এনে সমাধিস্থ করারও দাবি জানিয়েছে তারা।
বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। ওই সময় সমাজ ছিল নানাবিধ কুসংস্কারপূর্ণ। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। ঊনবিংশ শতাব্দীর এই খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক ১৯৩২ সালের ৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বেগম রোকেয়ার উল্লেখযোগ্য রচনাগুলো হলো পিপাসা (১৯০২), মতিচূর (১৯০৪), সুলতানার স্বপ্ন (১৯০৮), সওগাত (১৯১৮), পদ্মরাগ (১৯২৪) ও অবরোধবাসিনী (১৯৩১)।
আরো পড়ুন:
0 responses on "আজ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস"