চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
So ……… that এর ব্যবহার
বাংলা বাক্যে ‘এত যে’ কথা থাকলে তার ইংরেজী So ……… that বসে।
সে এত দূর্বল যে হাঁটতে পারে না-He is so weak that he can’t walk.
সে এত অহংকারী যে আমার সাথে কথা বলে না- He is so proud that he does not talk to me.
With এর ব্যবহার
১।সাথে বুঝাতে with বসে। যেমনঃ He came with me.
২।দ্বারা / দিয়া বুঝাতে with বসে। যেমনঃ I killed the snake with a stick,
৩।কারন with বসে। যেমনঃ The shadow lengthened with the approach of the sun.
নিম্নের শব্দ গুলোর পর with বসে
burden, cope, keep, up, keep pace,acquitted, angry, annoy, beset, blessed, covered, compare
(ব্যক্তির সাথে হলে with কিন্তু জিনিসের সাথে হলে to) content, familiar, invest, popular, reward.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য X প্রস্থ
দৈর্ঘ্য ৪ সেমি, প্রস্থ ৫ সেমি
ক্ষেত্রফল = (৪X৫) বর্গসেমি =২০ বর্গসেমি
১) আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪ গুন ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
২) আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩ গুন এবং প্রস্থ ২ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
সূত্র অনুযায়ী,
১) যদি শুধু দৈর্ঘ্য বা প্রস্থ বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফলও ওই গুণ পরিমানে বৃদ্ধি পাবে।
২) যদি দৈর্ঘ্য ‘ক’ গুণ এবং প্রস্থ ‘খ ‘ গুণ বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ‘কXখ’ গুণ।
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: So ……… that এর ব্যবহার"