চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
‘Another’ আর ‘other এর ব্যবহার:
“another” এর আগে “an” ব্যবহার করা যায়না। বলা যায়না “an another man”। বলতে হয় “another man”। একইভাবে “another books” নয়; এটি “another book”।
“Other” শব্দটি অনেকের কাছেই বিরক্তিকর। কারণ এটিকে হয় adjective অথবা pronoun হিসেবে ব্যবহার করতে হয়। একসাথে দুই রুপেই সাজানো যায়না।
“Other” যখন adjective:
Adjective এর সাথে grammatical ‘s’ লাগানো যায় না (যেমন করে noun বা verb এর সাথে লাগানো যায়).কাজেই other যখন কোন noun এর সামনে বসে adjective হিসেবে ব্যবহৃত হয়, তখন others বলা যায়না। “অন্য বইগুলো” বুঝাতে “Others books” বলা ভুল। কারণ এখানে “other” একটি adjective।বলতে হবে “other books”। ঠিক একইভাবে বলা যাবেনা “others teachers”, “others friends” ইত্যাদি। বলতে হবে “other teachers”, “other friends”।
“Other” যখন pronoun:
Other এমন একটি অদ্ভুত pronoun যাকে plural করা যায়, এবং যার সাথে অন্য determiners (some, the) ইত্যাদিও ব্যবহার করা যায়। “আমার কাছে অন্যটি আছে” বুঝাতে বলতে হবে “I have the other”। বলা যাবেনা “I have other”। “আমার কাছে অন্যগুলো আছে” বুঝাতে বলতে হবে “I have the others”। অথবা পরিস্থিতি অনুযায়ী শুধু “I have others”।
বিশ্বে বিরোধপূর্ণ কিছু সীমান্ত স্থান:
সিয়াচেন হিমবাহ — ভারত ও পাকিস্তান
গোলান মালভূমি — সিরিয়া ও ইসরাইল
শাত-ইল-আরব — ইরাক ও ইরান
জেরুজালেম — ফিলিস্তিন ও ইসরাইল
মংড়ু — বাংলাদেশ ও মিয়ানমার
ইমফাল — ভারত ও মায়ানমার
লাদাখ — জম্মু কাশ্মীর ও চীন
নাগার্নো কারাবাখ — আজারবাইজান ও আর্মেনিয়া
পানমুনজম — উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: ‘Another’ আর ‘other এর ব্যবহার:"