চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
Adjective ও Adverb এর ব্যবহার:
সাধারণত verb এর পরে Adjective না বসে Adverb বসে।
যেমনঃ He walks (slow/ slowly). এই বাক্যে walk –verb এর পরে adjective না বসে adverb বসবে অর্থাৎ slow না বসে slowly বসবে।
কিন্তু কিছু verb আছে যেমনঃ to be verb, feel, appear, look, seem ইত্যাদি যেগুলোর পরে Adverb না বসে Adjective বসবে।
যেমনঃ The bed feels (soft/softly). এই বাক্যে feel- verb এর পরে adverb না বসে adjective বসবে অর্থাৎ softly না বসে soft বসবে।
উল্লেখ্যঃ Adjective+ly= Adverb.
ভূ-পৃষ্ঠ থেকে কম বেশি
ভূ-পৃষ্ঠ থেকে উপড়ে উঠলে বস্তুর ওজন কি হয়=কমে
ভূ- পৃষ্ঠের কোথায় বস্তুর ওজন সবচেয়ে বেশি=মেরু অঞ্চলে
ভূ- পৃষ্ঠের কোথায় বস্তুর ওজন সবচেয়ে কম=বিষু অঞ্চলে
যেসব দেশের জাতীয় প্রতীক ‘ঈগল’
ঈগল দেখে চেক প্রজাতন্ত্রের যুই ও মিনারা মজা পেয়ে অঘা পোলা মেসিকেই ফিল করে।
এখন মিলিয়ে নিন
চেক প্রজাতন্ত্র
যুই– যুক্তরাষ্ট্র , ইরাক
মিনারা– মিসর , নাইজেরিয়া , রাশিয়া
মজা — মন্টেনিগ্রো , জার্মানি
স্পেন– স্পেন
অঘা- অস্ট্রিয়া , ঘানা
পোলা– পোল্যান্ড,
মেসিকেই – মেক্সিকো, সিরিয়া, ইন্দোনেশিয়া
ফিল= ফিলিপাইন
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: Adjective ও Adverb এর ব্যবহার:"