চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
সচরাচর যেসব শব্দে বানানের ভুল হয়-৩
ভ-এর পরের উ-কারটি সাধারণত ঊ-কার হয়: ভূমি ভূ-সম্পত্তি অনুভূতি সহানুভূতি ভূত ভূতুড়ে ভূগোল প্রভূত বহির্ভূত ভূষিত ভ্রূকুটি ভূতপূর্ব। (ব্যতিক্রম: প্রভু ভুল অন্তর্ভুক্ত অদ্ভুত)
সকল ‘হীন’ ঈ-কার দিয়ে হয়: বিহীন,হীন,চরিত্রহীন,দায়িত্বহীন,শব্দহীন,অস্তিত্বহীন,অন্তহীন,প্রাণহীন,গুরুত্বহীন,ভাষাহীন,শব্দহীন,কর্মহীন তারহীন,বন্ধনহীন
দূর,সুদূর,দূরবর্তী,রূপ,স্বরূপ,অপরূপ,রূপবতী,দূষণ,দূষিত,সূত্র
স্তূপ,দূত,রাষ্ট্রদূত,ধূলা,ধূমপান,কটূক্তি,স্ফূর্তি,চূড়া,চূড়ান্ত,গোধূলী,নির্মূল,রূপ,শূন্য,ময়ূর
‘রুপালি’ লেখা যায় বলে রূপক স্বরূপ রূপ রূপকল্প ইত্যাদি লেখতে যেন ভুল না করি।
জ্বর,অধ্যক্ষ,প্রতীক,ব্যাখ্যা,সংজ্ঞা,আকস্মিক,মূর্ছা,ক্ষীণ,মুখমণ্ডল,গুণাগুণ,শিথিল,অনুরণন,হাস্যাস্পদ,সালিস,সত্বর,উচ্ছ্বসিত,স্বেচ্ছাচারী,কর্মচারী সীলমোহর,বিচি,নীচে,বাণী,নবী,শ্বশুর,শাশুড়ি,ইতোমধ্যে,পরিপক্ব,লজ্জাকর,পুণ্য,ভাস্কর,দুষ্কর,সুষমা,নিষিদ্ধ,ষোড়শ,নিষ্পাপ,কলুষিত,বিষণ্ন,ওষ্ঠ সম্মুখ,সম্মান, সংজ্ঞা,ব্যাখ্যা,আনুষঙ্গিক,সঙ্গ,সঙ্গতি,রূদ্ধশ্বাস,দুর্নাম,অন্তঃস্থল,নগণ্য,আতঙ্ক,জটিল,গগণ,তিথি,অতিথি,অন্য,অন্যান্য
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: সচরাচর যেসব শব্দে বানানের ভুল হয়-৩"