চাকরি পরীক্ষার লিখিত ও এমসিকিউ প্রস্তুতির জন্য ইশিখন.কম এ প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের উপর রয়েছে শত শত লেকচার। যেটি থেকে প্রায় ৬০% থেকে ৯০% বিভিন্ন পরীক্ষায় কমন আসে।
ঐতিহাসিক স্থান, স্থাপনা-১
১. আফগান দুর্গ অবস্থিত-ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
২. আহসান মঞ্জিল নির্মাণ করেন- নবাব আব্দুল গনি।
৩. মহাস্থানগড়ের যে যুগের শিলালিপি পাওয়া গেছে- মৌর্য যুগের।
৪. সোমপুর বিহার যেখানে অবস্থিত-নওগাঁ জেলার পাহাড়পুরে।
৫. পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি কি নামে পরিচিত- সোমপুর বিহার।
৬. সত্য পীরের ভিটাযেখানে অবস্থিত-নওগাঁ জেলার সোমপুর বিহারে।
৭. শালবন বিহার যেখানে অবস্থিত- কুমিল্লা জেলার ময়নামতিতে।
৮. শালবন বিহার তৈরী করেন- রাজাধিরাজ ভবদেব।
৯. আনন্দ বিহার যেখানেঅবস্থিত- কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।
১০. আনন্দ বিহার তৈরী করেন-রাজা আনন্দ দেব।
১১. বাংলাদেশের প্রাচীন শহর- পুণ্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।
১২. মহাস্থানগড় যে জেলায় অবস্থিত- বগুড়া জেলায়।
১৩. খোদার পাথর ভিটা যেখানে অবস্থিত- মহাস্থানগড়।
১৪. বৈরাগীর ভিটা যেখানে অবস্থিত-মহাস্থানগড়।
১৫. বৈরাগীর চাল যেখানে অবস্থিত- গাজিপুর জেলায়।
১৬. আনন্দ রাজার দীঘি যেখানে অবস্থিত- কুমিল্লার ময়নামতিতে।
১৭. রামুমন্দির যেখানেঅবস্থিত-কক্সবাজারের রামু থানায়।
১৮. উত্তরা গনভবন যেখানে- নাটোর জেলায়।
১৯. কান্তজীর মন্দির যেখানে অবস্থিত- দিনাজপুর।
২০. বাঘা জামে মসজিদ যেখানে অবস্থিত-রাজশাহীতে।
পরীক্ষা ও পরীক্ষার্থী বিষয়ক
১. উভয় বিষয়ে ফেলের হার উল্লেখ থাকলে উভয় বিষয়ে পাশের হার নির্ণয়ের ক্ষেত্রে-
পাসের হার=১০০-(১ম বিষয়ে ফেলের হার+২য় বিষয়ের ফেলের হার-উভয় বিষয়ে ফেলের হার)
যেমন- কোন পরীক্ষায় ২০% পরীক্ষার্থী গনিতে এবং ৩০% পরীক্ষার্থী ইংরেজীতে ফেল করল। উভয় বিষয়ে ১৩% পরীক্ষার্থী ফেল করলে শতকরা কত জন পরীক্ষার্থী পাস করলো?
=১০০-(২০+৩০-১৩)=৬৩%
২. উভয় বিষয়ে পাশের হার উল্লেখ থাকলে উভয় বিষয়ে ফেলের হার নির্ণয়ের ক্ষেত্রে-
ফেলের হার=১০০-(১ম বিষয়ে পাশের হার+২য় বিষয়ের পাশের হার-উভয় বিষয়ে পাশের হার)
যেমন- কোন পরীক্ষায় ৮০% পরীক্ষার্থী গনিতে এবং ৭০% পরীক্ষার্থী ইংরেজীতে পাশ করল। উভয় বিষয়ে ৬০% পরীক্ষার্থী পাশ করলে শতকরা কত জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করলো?
=১০০-(৮০+৭০-৬০)=১০%
৩. উভয় বিষয়ে পাশ ও ফেল উল্লেখ থেকে মোট শিক্ষার্থী নির্ণয়ের ক্ষেত্রে-
={উভয় বিষয়ে পাসকৃত ছাত্র/(১ম বিষয়ে ফেল+ ২য় বিষয়ে ফেল+উভয় বিষয়ে ফেল)}*১০০
যেমন-
কোন স্কুলে ৭০% শিক্ষার্থী ইংরেজীতে এবং ৮০% শিক্ষার্থী বাংলায় পাস করেছে। কিন্তু ১০% উভয় বিষয়ে ফেল করেছে। যদি উভয় বিষয়ে ৩০০ জন শিক্ষার্থী পাস করে থাকে। তবে ঐ স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে?
{৩০০/(৩০+২০+১০)}×১০০=৫০০জন
চলমান বিশ্ব, কারেন্ট আফেয়ার্স এর সকল আপডেট তথ্য পাবেন, আমাদের ব্লগে এবং আমাদের ফেসবুকে পেইজে facebook.com/eshikhon
0 responses on "আজকের টিপস: ঐতিহাসিক স্থান, স্থাপনা-১"