
কোটা সংস্কারের দাবিকে স্বাধীনতা বিরোধী চক্রের তথাকথিত আন্দোলন আখ্যায়িত করে তা প্রতিহত করতে ২৪ এপ্রিল শাহবাগে মহাসমাবেশ করবে মুক্তিযোদ্ধারা।
সোমবার(১৬ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই সমাবেশের ঘোষণা দেয় মুক্তিযোদ্ধা মহা-সমাবেশ বাস্তবায়ন পরিষদ।
শাহবাগের সমাবেশ থেকে জাতীয় অস্তিত্ব রক্ষা ও প্রিয় স্বাধীনতার বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আহাদ চৌধুরী।
আহাদ চৌধুরী বলেন, আমরা কোনো সুযোগ-সুবিধা কিংবা কিছু পাওয়ার আশায় জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধ করিনি। কোটা আমরা কখনও চাইনি। মহান নেতা বঙ্গবন্ধু এ কোটার ব্যবস্থা করেছিলেন। তবে অতি সম্প্রতি তথাকথিত কোটা সংস্কার আন্দোলনের নামে স্বাধীনতাবিরোধী চক্র চাতুরতার সঙ্গে কোমলমতি ছাত্র-ছাত্রী ও যুবকদের মাঝে ভ্রান্ত ধারণা সৃষ্টির মাধ্যমে দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করেছে। যা মূলত মহান মুক্তিযুদ্ধের চেতনার প্রতি সরাসরি আঘাত। আমরা ১৯৯১ খ্রিস্টাব্দ থেকে মুক্তিযোদ্ধাদের জন্য আন্দোলন করছি, কোটার জন্য নয়। মুক্তিযোদ্ধারা যেন একটু ভালো থাকে সেজন্য আন্দোলন করছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মহা-সমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আলহাজ মিনাজুর রহমান, আব্দুস সালাম মজুমদার প্রমুখ।
আরো পড়ুন: