আখলাক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2310
23091. * যায়েদ একজন মুদি দোকানদার । সে মানুষের সাথে প্রতারণা করে ভালো জিনিসের সাথে ভেজাল দ্রব্য বিক্রি করে এবং ওজনে কম দেয়।
- হালাল
- হারাম
- বিদআত
- মাকরুহ
23092. প্রতারনা কি ধরনের অপরাধ?
- বিদ্রোহী
- রাষ্ট্রদ্রোহী
- সমাজদ্রোহী
- অর্থনৈতিক
23093. ‘দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের লোক জান্নাতে প্রবেশ করবে না’- কোন হাদিস থেকে সংকলিত?
- আবু দাউদ
- তিরিমিযি
- বুখারি
- ইবনে মাজাহ
23094. যে ব্যক্তি সত্য বলে তাকে কী বলে?
- সাদিক
- আমীন
- শহিদ
- আদিল
23095. পুণ্য কোন পথে পরিচালিত করে?
- হাশরের পথে
- ন্যায়ের পথে
- আল্লাহর পথে
- জান্নাতের পথে
23096. ‘নারীগণ তোমাদের ভূষণ আর তোমরা তাদের ভূষণ’- বাণীটি কোন সূরার অন্তর্গত?
- আল-মাউন
- আদ-দুহা
- আত-তীন
- আল-বাকারা
23097. “তোমাদের পূর্ববর্তী জাতিসমূহের মুন্ডনকারী (ধ্বংসকারী) রোগ ঘৃণা ও হিংসা তোমাদের দিকে হামাগুড়ি দিয়ে আসছে।” কে বলেছেন?
- আল্লাহ
- রাসুল (স)
- ইমাম বুখারী (রা)
- ইমাম আবু হানিফা (রা)
23098. “প্রত্যেকে যেটি করে তদনুসারে তার স্থান রয়েছে।” কে বলেছেন?
- আল্লাহ
- মুহাম্মদ (স)
- আবু হানিফা (রা)
- হাসান বসরি (রা)
23099. ‘যে প্রতারণা করে সে আমাদের দলভুক্ত নয়’- বাণীটি কার?
- মহানবি হযরত মুহাম্মদ (স)-এর
- হযরত আবু বকর (রা)-এর
- হযরত উমর (রা)-এর
- হযরত আলী (রা)-এর
23100. কোন জিনিস ছাড়া অন্যসব সম্পদ অর্থহীন?
- আখলাকে হাসানাহ
- সোনাদানা
- ছেলেমেয়ে
- পিতামাতা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আখলাক - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2310"