আখলাক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2329
23281. নিজ কর্মের জন্য কারা দায়ী?
- নবিগণ
- খলিফাগণ
- প্রত্যেকে
- কাফিরগণ
23282. কিয়ামতের দিন কার নাড়িভুড়ি বের হয়ে আসবে?
- সৎ ব্যক্তির
- মিথ্যাবাদীর
- অসৎ ব্যক্তির
- জালিমের
23283. ধর্মীয় কর্তব্য পালনে নারীরা পুরূষের তুলনায় কেমন প্রতিফলন পাবে?
- চারের এক
- তিনের এক
- অর্ধেক
- সমান
23284. শালীনতা অর্জন করা যায় কীভাবে?
- সংস্কৃতি চর্চার মাধ্যমে
- জ্ঞানার্জনের মাধ্যমে
- ইসলামি আদর্শ অনুসরণ করে
- উগ্রতা পরিহার করে
23285. জিহাদ আল্লাহকে ভয় করে প্রতিদিন রাতে সালাত আদায় করে। তাকে কী বলা হবে?
- সত্যবাদী
- মুমিন
- মুত্তাকি
- মাসবুক
23286. “হুব্বুল ওয়াতান” মানে কী?
- প্রকৃতিপ্রেম
- স্বদেশপ্রেম
- পরিচ্ছন্নতা
- সরলতা
23287. “নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক।’ – কাকে বলা হয়েছে?
- হযরত আদম(আ) কে
- হযরত নুহ (আ) কে
- হযরত মুসা (আ) কে
- হযরত মুহাম্মদ (স) কে
23288. “শৃঙ্খলাপূর্ণ পৃথিবীতে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো না।” কথাটি কোন সূরায় বর্ণিত?
- সূরা নাহল
- সূরা আ’রাফ
- সূরা বাকারা
- সূরা মরিয়ম
23289. তাকওয়া শুন্য সমাজের বৈশিষ্ট্য কী?
- পরিশীলিত
- অনৈতিকতাপূর্ণ
- সত্যনিষ্ঠ
- আদর্শবাদী
23290. মানবজীবনে সফলতা লাভের প্রধান হাতিয়ার-
- নৈতিকতা
- সময়ানুবর্তিতা
- কর্তব্যপরায়ণতা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আখলাক - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2329"