আখলাক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-4 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2326
SSC-ইসলাম ও নৈতিক শিক্ষা-কুইজ | 23251. অজ্ঞতার যুগে নারীদের মনে করা হতো-
- সংসারের সুখের মূল
- ভোগ্য পণ্য
- নরকের দরজা
B,C
23252. ‘নাহি আনিল মুনকার’ মানে কী?
- অসৎ কাজের আদেশ
- সৎকাজের নিষেধ
- অসৎ কাজের নিষেধ
- সৎকাজের আদেশ
23253. “অত:পর সালাত আদায় সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড় এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান কর।” কে বলেছেন?
- আল্লাহ তায়ালা
- মহানবি (স)
- আবু বকর (রা)
- ওসমান (রা)
23254. মুমিনের বৈশিষ্ট্য কী?
- যিকির করা
- নামায আদায় করা
- সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষধ করা
- সবকটি
23255. মুমিনের সাথে মুমিনের কিসের সম্পর্ক?
- পিতা-পুত্রের
- আত্মীয়তার
- ভ্রাতৃত্বের
- বন্ধুত্বের
23256. আল্লাহ কাদেরকে একনিষ্ঠ বান্দা বলেছেন?
- যারা কর্তব্য পালন করে
- যারা ওয়াদা রক্ষা করে
- যারা যাকাত দেয়
- যারা হজ করে
23257. আত্মশুদ্ধির জন্য বিষয়বস্তু কী?
- অপরকে সংশোধন
- সমাজ সংশোধন
- নিজেকে সংশোধন
- রাষ্ট্রকে সংশোধন
23258. কে সৎ কর্ম খেয়ে ফেলে?
- আগুন
- মিথ্যা
- প্রতারণা
- হিংসা
23259. “সত্য পুণ্যের পথ দেখায়। আর পুণ্য জান্নাতের পথে পরিচালিত করে।” -এটি কার বাণী?
- মহানবি (স)-এর
- আল্লাহর
- হযরত উমর (রা) এর
- হযরত আলী (রা) এর
23260. যে ব্যক্তি আত্মাকে পূতপবিত্র রাখল সে কী লাভ করল?
- মুক্তি
- সওয়াব
- সাফল্য
- শান্তি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-কুইজ-2326"