আকাইদ-ও-নৈতিক-জীবন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2228
22271. আসমানি কিতাব মূলত
- নবি-রাসূলদের মোজেজা
- জ্ঞানের সর্বোত্তম উৎস
- মানুষের পথপ্রদর্শক
- বর্ণিত সবগুলো
22272. একজন মুসলিম হিসেবে তুমি তোমার পূর্ণাঙ্গ জীবনকে কীভাবে পরিচালিত করবে?
- পিতামাতার শিক্ষায়
- শিক্ষকের শিক্ষায়
- একজন উত্তম চরিত্রবানের শিক্ষায়
- রাসূল (স.)-এর শিক্ষায়
22273. ফিরাউন, নমরূদ ও কারুনের ঘটনা বর্ণিত হয়েছে কোথায়?
- তাওরাতে
- যাবুরে
- ইনজিলে
- কুরআন মজিদে
22274. “প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে”-এটি কোন সূরায় বর্ণিত হয়েছে?
- আল-বাকারায়
- আহযাবে
- আল-হিজরে
- আলে-ইমরানে
22275. নবি-রাসূলের শিক্ষা প্রচারের ভিত্তি কী ছিল?
- কিয়ামত
- রিসালাত
- আখিরাত
- তাওহিদ
22276. ইসলামে বিশ্বাসের মূলভিত্তি কী?
- বিশ্বাস
- রিসালাত
- নবুয়ত
- তাওহিদ বা একত্ববাদে বিশ্বাস
22277. “আমাদের দুনিয়ায় ফিরে যেতে দেওয়া হোক।”-কারা আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে?
- কাফিররা
- মুশরিকরা
- পাপীরা
- মুনাফিকরা
22278. রফিক বাবার নিকট থেকে স্কুলে যাবার ভাড়ার টাকা নেয়। স্কুলে না গিয়ে বিভিন্ন পার্কে গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়। প্রায়ই সে মিথ্যা বলে। কোনো প্রতিশ্রুতিও রক্ষা করে না।
- কুফরের
- নিফাকের
- ফিসকের
- যুলুমের
22279. সংশোধন না হলে ভবিষ্যতে রফিক হবে-
- অপমানিত
- নির্যাতিত
- ক্ষতিগ্রস্ত
A,C
22280. “আমি তো আপনাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমতরূপেই প্রেরণ করেছি।” কোন সূরার অংশ?
- সূরা আর-রাহমান
- সূরা ইয়াসিন
- সূরা আম্বিয়া
- সূরা নাবা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আকাইদ-ও-নৈতিক-জীবন - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-1 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2228"