অর্থের-সময়মূল্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1732
17311. মি. নাজির ৩ বছর পরে ১০% চক্রবৃদ্ধি সুদের হারে যদি ৩,৩২৭.৫০ টাকা পায় তবে এর বর্তমান মূল্য কত?
- ২৫০০ টাকা
- ২৯০০ টাকা
- ৩২০০ টাকা
- ৩৬০০ টাকা
17312. কোন সূত্র ব্যবহার করে আমরা ঋণের পরিমাণ বে করতে পারি?
- বার্ষিক বৃত্তির সূত্র
- ভোক্তা ঋণ সূত্র
- অ্যানুয়িটির সূত্র
- উপাদান মূল্যের সূত্র
17313. অর্থের সময়মূল্যের ধারণা প্রয়োজন-
- দৈনন্দিন জীবনে
- প্রকল্প মূল্যায়নে
- প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে
A,B,C
17314. ঋণের টাকা পরিশোধে কোণো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ব্যর্থ হলে তাকে কী বলে?
- অনাদায়ী দেনা
- দউলিয়া
- দেনাদার
- পাওনাদার
17315. বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্যের করণ কোনটি?
- বাণিজ্য হার
- অর্থের বিনিময় হার
- সুদের হার
- মুনাফার হার
17316. সুদের হার নির্ধারণ কোনটির ওপর নির্ভর করে?
- চক্রবৃদ্ধির ওপর
- বাট্টার হারের ওপর
- মূল্যস্ফীতির ওপর
- বিনিয়োগের ওপর
17317. র্বমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের কার্থক্য ঘটে কেন?
- উপযোগের কারণে
- স্বর্ণমূল্যের কারণে
- সুদের হারের কারণে
- বাট্টাকরণের কারণে
17318. সাপ্তাহিক ১% হারে চক্রবৃদ্ধি সুদে বার্ষিক প্রকৃত সুদের হার কত?
- 0.07
- 0.24
- 0.6776
- 0.72
17319. সুদের হার, বাৎসরিক মেয়াদকাল, বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য এ সংক্ষিপ্ত রূপ হচ্ছে যথাক্রমে-
- Fvp
- viএবং ni
- npv এবং Fvn
17320. প্রকৃত সুদের হারে R দ্বারা কী বোঝানো হয়?
- Revene
- Rate
- Reason
- Resource
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অর্থের-সময়মূল্য - এসএসসি-finance-banking-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1732"