🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

অর্থের-সময়মূল্য – এসএসসি-finance-banking-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1735

 

অর্থের-সময়মূল্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1735

17341. FVIFA-এর পূর্ণ রুপ কী?

  1. Future Value Internal Factor of Annuity
  2. Future Value Internal Factor Annually
  3. Future Value Internal Factor of Annually
  4. Future Value Interest Factor of Annuity

17342. অধ্যাপক আজিম উদ্দিন ২০০৯ সালের ১ জানুয়ারি সিদ্ধান্ত নিলেন যে, তিনি প্রতি বচরের শেষে ১০,০০০ টাকা করে আগামী ৫ বছর জয়ন্তী ব্যাংক জমা দিবেন। যদি সুদের হার ১২% হয় তাহলে অধ্যাপক আজিম উদ্দিনের জমাকৃত অর্থের পরিমাণ কত হবে?

  1. ৭০০৫৭ টাকা
  2. ৬৩৫২৮ টাকা
  3. ৬৮৬৭২ টাকা
  4. ৬১০৫১ টাকা

17343. বাজারে সুদের হার শতকরা ১০ ভাগ হলে এখনকার ১০০.০০ টাকার ২ বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে?

  1. ১১০.০০ টাকা
  2. ১২১.০০ টাকা
  3. ১৩০.০০ টাকা
  4. ১৪৭.০০ টাকা

17344. রাসেল ৩ বছর পর মি. জামালকে ঋণ পরিশোধ করার জণ্যে ৫০,০০০ টাকা প্রদান করবেন। বার্ষিক ৫% চক্রবৃদ্ধি সুদ বিবেচনা করে বর্তমানে যদি রাসেল ঋণ পরিশোধ করতে চায় তাহলে কে কত টাকা পরিশোধ করবে?

  1. ৪০০০৬ টাকা
  2. ৪০০৯৫ টাকা
  3. ৪৩১৯২ টাকা
  4. ৫৬৭৮০ টাকা

17345. বেসিক ব্যাংক থেকে বার্ষিক ১৫% চক্রবৃদ্ধি সুদের মি. করিম একটি গাড়ি ক্রয়ের জন্যে ৩,৫০,০০০ টাকা ঋণ গ্রহণ করলেন । ৩ বছরের মধ্যে ৩টি কিস্তিতে েএ ঋণ পরিশোধ কতে হবে । মি. করিমের বার্ষিক কিস্তির পরিমাণ কত?

  1. ১১০০০০ টাকা
  2. ১২০০০০ টাকা
  3. ১৩০০০ টাকা
  4. ১৪০০০ টাকা

17346. অর্থায়নের প্রতিটি সিদ্ধান্ত কীসের ওপর ভিত্তি করে গৃহীত হয়?

  1. অর্থের সময়মূল্যের ওপর
  2. অর্থের অর্থের ক্রয়মূল্যের ওপর
  3. অর্থের বিক্রয়মূল্যের ওপর
  4. অর্থের নগদ মূল্যের ওপর

17347. বাট্টকরণ প্রক্রিয়া বলতে বোঝায়-

  1. বাট্টাকরণ পরিমাণ ‍নির্ধারণ প্রক্রিয়া
  2. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ প্রক্রিয়া
  3. সুদাসলকে সুদের হার দ্বারা ভাগের প্রক্রিয়া

17348. কোন প্রকল্প মূল্যায়নে কোনটি খুব গুরুত্বপূর্ণ?

  1. মূলধন ব্যয়
  2. অর্থের সময়মূল্য
  3. বর্তমান মূল্য ‍নির্ধারণ
  4. ভবিষ্যৎ মূল্য নির্ধারণ

17349. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে কী করতে হয়?

  1. সময়েঢর সাথে আয়ের তুলনা
  2. ভবিষ্যৎ ব্যয়ের সাথে বর্তমান আয়ের তুলনা
  3. বর্তমান ব্যয়ের সাথে ভবিষ্যৎ আয়ের তুলনা
  4. বর্তমানের আয়ের সাথে অর্থনৈতিক অবস্থার তুলনা

17350. ব্যাংকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণের সিদ্ধান্ত গ্রহণ কোনটি বিবেচরা করতে হয়?

  1. কিস্তি পরিশোধের ক্ষমতা
  2. অর্থ বিনিয়োগের ক্ষমতা
  3. নির্ধারিত কমিশন
  4. সুদের পরিমাণ

আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।

   
   

0 responses on "অর্থের-সময়মূল্য - এসএসসি-finance-banking-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1735"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved