অর্থায়নের-উৎস – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-finance-banking-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1725
17241. মোট মুনাফা থেকে তহবিলের উৎস বাবদ খরচ ও কর বাদ দিলে কী পাওয়া যায়?
- মোট মুনাফা
- নিট মুনাফা
- মোট ক্ষতি
- নিট ক্ষতি
17242. সায়মন সাহেব একটি ব্যবসায় প্রতিষ্ঠান স্থাপন করতে চান। উক্ত ব্যবসায় সুষ্ঠভাবে পরিচালনার জন্য তাকে অর্থায়ন ব্যবস্থাপনায় কীরূপ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করতে হবে?
- স্বল্পমেয়াদি তহবিল গঠন
- দীর্ঘমেয়াদি তহবিল গঠন
- মধ্যমেয়াদি তহবিল গঠন
- তহবিলের উৎস নির্বাচন
17243. নিচের কোনটি মধ্যমেয়াদি তহবিলে উৎস?
- ঋণ
- ঋণপত্র
- লিজিং
- বেসরকারি প্রতিষ্ঠান
17244. দীর্ঘমেয়াদি ঋণ নেয়া হয় কেন?
- স্থায়ী বিনিয়োগের জন্যে
- চলতি খরচ মিটানোর জন্যে
- ব্যবসায়ের দৈনন্দিন খরচ নির্বাহের জন্যে
- কাঁচামাল ক্রয়ের জন্যে
17245. লটারির মাধ্যমে শেয়ার বন্টন করা হয়-
- অনেক আবেদন পড়লে
- কম আবেদন পড়লে
- শেয়ারের সংখ্যা কম হলে
B,C
17246. লিজিং কোন অর্থায়নের অভিনব পদ্ধতি?
- স্বল্পমেয়াদি
- মধ্যমেয়াদি
- দীর্ঘমেয়াদি
17247. বড় আকারের ক্রয়ের ক্ষেত্রে অর্থায়নের উৎস নয়-
- ডিবেঞ্চার
- ঋণ
- লিজিং
A,B
17248. ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে-
- গ্রামীণ ব্যাংক
- যুব উন্নয়ন ব্যাংক
- সমবায় ব্যাংক
A,B
17249. জনাব জয়নাল তার ফ্যাশন হাউজের জন্যে জনতা ব্যাংক হতে এক বিঘা জমির দলিল জামানত রেখে এক লক্ষ টকা এক বছরের জন্যে ঋণ দেয়। ব্যবসায়ে মন্দা দেখা দেয়ায় জনাব জয়নাল ঋণ পরিশোধে অক্ষম হয়। এক্ষেত্রে ব্যাংকের করণীয় কী?
- ব্যাংক সময় বাড়াবে
- ব্যাংক জমি বিক্রি করবে
- ব্যাংব ঋণ মওকুফ করবে
- ব্যাংক ৫০% ছাড় দিবে
17250. প্রাপ্য বিল ও প্রদেয় বিল কোন অর্থসংস্থানের উৎস?
- স্বল্পমেয়াদি
- মধ্যমেয়াদি
- দীর্ঘমেয়াদি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অর্থায়নের-উৎস - এসএসসি-finance-banking-2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1725"