অর্থায়নের উৎস । এসএসসি Finance Banking । কুইজ মডেল টেস্ট অনুশীলন
17151. গাজী গ্রুপ ২০১২ সাল হতে সিদ্ধান্ত নিয়েছে ভবিষ্যৎ বিপদ মোকাবিলা করার জণ্যে মুনাফার একটি অংশ তহবিল করে জমা রাখবে। গাজী গ্রুপের জমাকৃত তহবিলকে কী বলা যায়?
- অবন্টিত মুনাফা
- সঞ্চিতি তহবিল
- লভ্যাংশ সমতাকরণ তহবিল
- বিধিবদ্ধ রিজার্ভ
17152. স্থায়ী মূলধন ক্রয়ের জন্য কীভাবে তহবিল সংগ্রহ করা উচিত?
- বন্ডে অর্থ বিনিয়োগ করে
- ডিবেঞ্চার ক্রয় করে
- লভ্যাংশবিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করে
- শেয়ার বিক্রি করে
17153. ব্যবসায়ীরা কোন পরিস্থিতির জন্য ভবিষ্যৎ বিক্রয়ের বিপরীওত অগ্রিম গ্রহণ করতে পারেন?
- স্থায়ী ব্যয় নির্বাহের জন্য
- দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য
- আয় বৃদ্ধি জন্য
- সম্পত্তি ক্রয়ের জন্য
17154. পাবলিক লিমিটেড কোম্পানির তহবিল সংগ্রহের একটি গুরুত্বপূর্ণ উৎস কোনটি?
- সম্পত্তি বিক্রয়
- সম্পত্তি বন্ধক
- ঋণ গ্রহণ
- শেয়ার বিক্রয়
17155. কোনটি ব্যবসায়ের মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস?
- ব্যবসায়ের অব্যবহৃত মুনাফা
- ব্যবসায়ের অব্যবহৃত মূলধন
- ব্যবসায়ের অব্যবহৃত মনিহারি
- ব্যবসায়ের অনাদায়ী পাওনা
17156. কোনটি দীর্ঘমেয়াদি তহবিলের উৎস?
- ক্ষুদ্রঋণ
- ঋণপত্র
- বাণিজ্যিক পত্র
- গ্রাম্য মহাজন
17157. ব্যবসায় প্রতিষ্ঠান কীসের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে?
- শেয়ার বাজারের মাধ্যমে
- ঋণপত্র বিক্রয়ের মাধ্যমে
- সেবা প্রদানের মাধমে
- মজুত মাল বন্দকীকরণের মাধ্যমে
17158. ব্যবসায় সম্প্রসারণ করার জন্য অবন্টিত মুনাফা আলাদা করে তহবিলে রাখাকে কী বলা হয়?
- অবন্টিত মুনাফা
- লভ্যাংশ সমতাকরণ তহবিল
- সঞ্চিতি তহবিল
- অভ্যন্তরীণ তহবিল
17159. অধিক ব্যয় ও সময়ের প্রয়োজন হয়-
- স্বল্পমেয়াদি অর্থায়নে
- মধ্যমেয়অদি অর্থায়নে
- দীর্ঘমেয়াদি অর্থায়নে
B,C
17160. নিজস্ব সঞ্চয়, ব্যবসায়ের মুনাফা ও আত্মীয়-স্বজন থেকে গৃহীত ঋণের মাধ্যমে তহবিল সংগ্রহ করে-
- একমালিকানা ব্যবসায়
- অংশীদারি ব্যবসায়
- যৌথ মূলধনি সংগঠন
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অর্থায়নের উৎস । এসএসসি Finance Banking । কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1716"