এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট – 177
1761. কী কারণে দেশের উন্নয়নে শিক্ষিত জনগোষ্ঠী আশানুরূপ অবদান রাখতে পারে না?
- শিক্ষা ব্যবস্থায় ত্রূটি
- অহংকারী হয়ে ওঠে
- সুযোগের অভাব
- কাজে ফাঁকি দেয়
1762. ২০১০ সালে X দেশের মোট জাতীয় আয় ছিল ৯৬০০ কোটি মার্কিন ডলার এবং জনসংখ্যা ছিল ১৬ কোটি।২০১০ সালে X দেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার ছিল?
- 400
- 500
- 600
- 300
1763. উক্ত সূচকটি দ্বারা প্রকাশ পায় X দেশের মানুষের –
- জীবনযাত্রার মান
- সঞ্চয়ের হার
- শিক্ষার হার
- শ্রমশক্তির হার
1764. কোনটি দেশের অর্থ-বাজার, মুদ্রাব্যবস্থা এবং অন্যান্য ব্যাংকে তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করে?
- গভর্নর
- অর্থমন্ত্রী
- কেন্দ্রীয় ব্যাংক
- বিশেষ ব্যাংক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আরো দেখুন:
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট- 171
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট- 172
এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট- 173
0 responses on ""অর্থনৈতিক নির্দেশকসমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি" এসএসসি বাংলাদেশ ও বিশ্বপরিচয় মডেল টেস্ট- 177"