অর্ডার করার সাথে সাথে ইশিখন.কম এ আপনার একটি স্টুডেন্ট একাউন্ট তৈরি হবে (স্ক্রিনশটসহ দেখুন) এবং অর্ডার নংসহ আপনার ইমেইলে একটি মেইল যাবে। লগিন করে অর্ডার না করলে ইউজারনেম পাসওয়ার্ডসহ অন্য আরেকটি মেইল পাবেন। উক্ত ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে ইশিখন.কম এ লগিন করলে ড্যাশবোর্ডে কোর্স দেখাবে।
রেজিস্ট্রেশন ফি না পাঠানো পর্যন্ত কোর্স ও ব্যাচ 0 দেখাবে। ( ক্লাসে অংশ নিতে পারবেন না)
Note: পাসওয়ার্ড পরিবর্তন কিংবা ভুলে গেলে পাসওয়ার্ড রিকভার/রিসেট করে নিন। (কিভাবে?)
টাকা পাঠানোর সাথে সাথে ইমেইলে আরেকটি কনফার্মেশন মেইল পাবেন “Thank you For your Order” টাইটেলে, এরপর আপনার ইশিখন.কম একাউন্ট এ ঢুকলে দেখবেন, কোর্সে দেখাবে, ব্যাচ দেখাবে এবং আপনি কোর্সে ঢুকতে পারবেন। বিকাশ করার ২ ঘন্টার মধ্যে যদি কোর্স না দেখায় কিংবা মেইল না পান, তবে আমাদের হেল্পলাইন 09639 399 399 / 01948858258 নাম্বারে ফোন করে সমাধান করে নিবেন।
0 responses on "অর্ডার / বিকাশ করার পর"