অম্ল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1969
19681. মৌমাছি হুল ফুটালে নিঃসৃত হয়-
- মেলিটিন
- ক্যালসিয়াম
- অ্যাপামিন
A,C
19682. কোনো কারণে পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে গেলে তাকে কি বলে?
- এসিড
- ক্ষারক
- এসিডিটি
- ক্ষারকত্ব
19683. এসিড ছোড়ার আইন বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন হিসেবে কত সালে পাস হয়?
- 1975
- 1985
- 1995
- 2000
19684. কোনটি ভিটামিন?
- এসকরবিক এসিড
- অ্যামোনিয়াম সালফেট
- ভিনেগার
- স্ল্যাক লাইম
19685. প্রোটিনযুক্ত খাবার খেলে পাকস্থলিতে এসিডের পরিমাণ কেমন হবে?
- কমে যায়
- বেড়ে যায়
- স্বাভাবিক থাকে
- সবকটি
19686. জিহ্বার লালার pH কত থাকলে কার্যকর ভূমিকা পালন করে?
- 6.7
- 7.7
- 6.6
- 8.8
19687. এসিডিটির জন্য-
- দায়ী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ
- অধিক পেঁপে খাওয়া উচিত
- লেটুসপাতা খাওয়া উচিত
B,C
19688. কোনটি এসিডিটির কারণ?
- ভালো ঘুম
- নিয়মিত খাবার
- দুশ্চিন্তা
- কোনটিই নয়
19689. সোডিয়াম কার্বনেটে জলীয় দ্রবণ পেপারের কীরূপ পরিবর্তন করে?
- নীলকে লাল করে
- লালকে নীল করে
- নীলকে হলুদ করে
- লালকে হলুদ করে
19690. মিথাইল রেড নির্দেশক রঙ-
- সবুজ
- হলুদ
- লাল
- গোলাপি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অম্ল - এসএসসি-সাধারণ বিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1969"