অম্ল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1965
19641. রনির এসিডিটির সমস্যা প্রায়ই দেখা যায়। খাদ্য হিসেবে তাকে কোনটি গ্রহণ করতে হবে?
- গাজর
- তৈলাক্ত খাবার
- মাখন
- চা
19642. মানুষের শরীরে ঝলসে যায় কোনটির জন্য?
- অ্যাসকরবিক এসিড
- সাইট্রিক এসিড
- নাইট্রিক এসিড
- সোডিয়াম বাই কার্বনেট
19643. কোনটি টেস্টিং নামে পরিচিত?
- সোডিয়াম ক্লোরাইড
- সোডিয়াম গ্লুটামেট
- ক্যালসিয়াম ক্লোরাইড
- সিলভার ক্লোরাইড
19644. বিচ্ছুর হুলে কোনটি আছে?
- হিস্টামিন
- এড্রিনালিন
- ভিনাইল এসিটেট
- মেলিটিন
19645. মৌমাছি হুল ফুটালে মেলিটিন নামক যে পদার্থ নিঃসৃত হয় তা মূলত কী ধর্মী?
- অম্লধর্মী
- ক্ষারধর্মী
- নিরপেক্ষ
- লবণ জাতীয়
19646. পাকস্থলীর pH এর মান কিরূপ পরিবর্তন হলে বদহজম সৃষ্টি হতে পারে?
- 0.2
- 0.3
- 0.4
- 0.5
19647. কোনটি নির্দেশক?
- মিথাইল অরেঞ্জ
- মিথাইল রেড
- ফেনলফথ্যালিন
- সবকটি
19648. এসিডটি আইপিএস ও গাড়ি চালানোর ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয়। এটি একটি শক্তিশালী এসিড।উল্লেখিত এসিডটির নাম কী?
- সালফিউরিক এসিড
- হাইড্রোক্লোরিক এসিড
- সাইট্রিক এসিড
- নাইট্রিক এসিড
19649. এসিডটি কয়টি প্রতিস্থাপনীয় হাইড্রোজেন থাকে?
- ২টি
- ১টি
- ৩টি
- ০টি
19650. শক্ত সাবান, তরল সাবান কি ধরনের পদার্থ থেকে তৈরি?
- এসিড
- ক্ষারক
- প্লাস্টিক
- কাচ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অম্ল - এসএসসি-সাধারণ বিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1965"