অম্ল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1977
19761. লবণ জাতীয় পদার্থ হচ্ছে-
- কর্পূর
- তুঁতে
- সোডা
B,C
19762. সাঈদ একটি অজানা দ্রবণ নিয়ে তাতে নীল লিটমাস পেপার রাখল। কিছুক্ষণ পর সে দেখল যে, লিটমাস পেপারটি লাল হয়ে গেছে। তাতে কস্টিক সোডার দ্রবণ যোগ করায় একটি অজানা যৌগ উৎপন্ন হল। উক্ত দ্রবণ আর লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করে না।অজানা দ্রবণটি কী ছিল-
- ক্ষার
- লবণ
- পানি
- এসিড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অম্ল - এসএসসি-সাধারণ বিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1977"