অম্ল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1976
19751. মিথাইল রেড ক্ষারকে ধারণকৃত রঙ কোনটি?
- লাল
- হলুদ
- গোলাপি
- বর্ণহীন
19752. দাওয়াত খাওয়ার শেষে দই খাওয়ানো হয় কেন?
- এসিডিটি কমানোর জন্য
- ঝালে মুখ জ্বালা করার জন্য
- পানিশূণ্যতা রোধ করার জন্য
- এর ল্যাকটিক এসিড হজমে সাহায্য করে বলে
19753. কেক, বিস্কুট বা পাউরুটি ফোলাতে কোনটি ব্যবহৃত হয়?
- টেস্টিং সল্ট
- বেকিং সোডা
- এসিটিক এসিড
- ল্যাকটিক এসিড
19754. পাকস্থলীতে কোন এসিড নিঃসৃত হয়?
- কার্বোনিক এসিড
- ফসফরিক এসিড
- হাইড্রোক্লোরিক এসিড
- স্টিয়ারিক এসিড
19755. পাকস্থলিতে এসিডিটি বাড়ায়-
- ভেজা পোড়া
- তৈলযুক্ত ও চর্বি জাতীয় খাবার
- নিয়মিত ঘুম
A,B
19756. কোনটি ক্ষারধর্মী ফল?
- নাশপাতি
- আপেল
- তেঁতুল
- কাঁচা আম
19757. মিথাইল অরেঞ্জ নির্দেশকের রঙ কোনটি?
- কমলা
- লাল
- হলুদ
- নীল
19758. এসিডসমূহ পানিতে কি ধরনের আয়ন তৈরি করে?
- হাইড্রোঅক্সাইড (OH)
- হাইড্রোজেন আয়ন (H)
- সালফেট আয়ন
- নাইট্রেট আয়ন
19759. মানুষের মুখের ব্যাকটেরিয়া দ্বারা উৎপন্ন এসিড-
- দাঁতের এনামেল নষ্ট করে
- টুথপেস্ট দ্বারা প্রশমিত হয়
- টুথপেস্টের ক্ষারের সাথে ক্রিয়ার লবণ উৎপন্ন করে
A,B,C
19760. জলীয় দ্রবণে প্রায় সম্পর্ণরূপে বিয়োজিত হয়ে H আয়ন উৎপন্ন করে তাকে ক বলে?
- শক্তিশালী এসিড
- দুর্বল এসিড
- ক্ষারক
- লবণ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অম্ল - এসএসসি-সাধারণ বিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1976"