অম্ল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1974
19731. বোলতা ও বিচ্ছুর হুলে কি থাকে?
- হিস্টামিন
- মেলিটিন
- অ্যাপামিন
- ক্যালামিন
19732. নীপা একটি নতুন প্রক্রিয়ায় সবজি রান্না করল। খাবারে স্বাদ বাড়াতে সে ব্যবহার করতে পারে কোনটি?
- সোডিয়াম স্টিয়ারেট
- সোডিয়াম কার্বোনেট
- সোডিয়াম গুটামেট
- সোডিয়াম নাইট্রেট
19733. অ্যাসিডিটি জন্য দায়ী-
- মাংস
- পোলাও
- বিরিয়ানী
A,B,C
19734. মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর কোনটি?
- সাইট্রিক এসিড
- হাইড্রোক্লোরিক এসিড
- ল্যাকটিক এসিড
- এসিটিক এসিড
19735. পাকস্থলীতে খাদ্য হজমের জন্য কোনটি প্রয়োজন?
- এসিড
- ক্ষার
- লবণ
- অক্সিজেন
19736. নির্দেশক কত রকমের?
- এক
- দুই
- তিন
- চার
19737. আভিধানিক অর্থে pH এর অর্থ কী?
- হাইড্রোজেনের ক্ষমতা
- হাইড্রোজেন আয়নের প্রাবল্য
- হাইড্রোক্সিল আয়নের ক্ষমতা
- হাইড্রাইভ আয়নের ক্ষমতা
19738. কার্বোনিক এসিড কি ধরনের এসিড?
- দুর্বল এসিড
- শক্তিশালী এসিড
- ক্ষারকীয়
- সবকটি
19739. লাল লিটমাস কাগজ ক্ষারকে কী রং ধারণ করে?
- নীল
- হলুদ
- গোলাপি
- বর্ণহীন
19740. মাটি সাধারণত হতে পারে-
- অম্লীয়
- ক্ষারীয়
- নিরপেক্ষ
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অম্ল - এসএসসি-সাধারণ বিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1974"