অম্ল – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-সাধারণ বিজ্ঞান-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1973
19721. বোলতা হুল ফুটালে প্রচন্ড জ্বালা করে কেন?
- ধারালো হুলে কেটে যায় বলে
- হুলে হিস্টামিন থাকে বলে
- হুল থেকে এসিড নির্গত হয় বলে
- হুলে লবণ থাকে বলে
19722. ক্ষারক কোনটিকে প্রশমিত করে?
- ক্ষার
- এসিড
- লবণ
- সোডা
19723. নির্দেশক কীভাবে কাজ করে?
- বর্ণ পরিবর্তন করে
- তাপ নির্গমন করে
- বুদবুদ সৃষ্টি করে
- ভিন্ন গন্ধ ছড়িয়ে
19724. শিশুদের ত্বকের pH কত?
- 7
- 8
- 9
- 10
19725. পাকস্থলীতে এসিডিটির কারণ-
- অনিয়মিত ঘুম
- অতিরিক্ত চকলেট খাওয়া
- পেঁপে জাতীয় ফল খাওয়া
A,B
19726. নিচের তথ্যগুলো লক্ষ করো-
- ভিনেগার এসিটিক এসিড থাকে
- ভিটামিন সি এর অভাবে স্কার্ভি নামক রোগ হয়
- বোরহানি বা দই এ ল্যাকটিক এসিড থাকে
A,B,C
19727. সোডিয়াম গ্লুটামেট কোন কাজে ব্যবহার করা হয়?
- আচার সংরক্ষণে
- খাবারের স্বাদ বৃদ্ধি করতে
- নির্দেশক হিসেবে
- থালাবাসন পরিষ্কার করতে
19728. পাকস্থলীতে এসিডিটি বাড়ায় কোনটি?
- চা
- কফি
- মদ
- সবগুলো
19729. লেবু, কমলা, পেয়ারা, আমলকিতে থাকে-
- অজৈব এসিড
- অজৈব ক্ষারক
- জৈব এসিড
- জৈব ক্ষারক
19730. বিশুদ্ধ পানিতে pH এর মান কত?
- সাত
- আট
- নয়
- দশ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "অম্ল - এসএসসি-সাধারণ বিজ্ঞান-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1973"