“
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও
কিশোর তোমার দুই হাতের তালুতে আকুল সর্যোদয় রক্তভীষণ মুখম-লে চমকায় বরাভয়। বুকের অধীর ফিনকির ক্ষুরধার শহিদের খুন লেগে কিশোর তোমার দুই হাতে দুই সর্য উঠেছে জেগে। মানুষের হাতে অবাক সর্যোদয়, যায় পুড়ে যায় মর্তের অমানিশা শঙ্কার সংশয়। কিশোর তোমার হাত দুটো উঁচু রাখো প্রবল অহংকারে সর্যের সাথে অভিন্ন দেখ অমিত অযুত লাখ। সারা শহরের মুখ তোমার হাতের দিকে ভয়হারা কোটি অপলক চোখ একাকার হলো সর্যের অনিমিখে। কিশোর তোমার হাত দুটো উঁচু রাখো লোলিত পাপের আমল রসনা ত্রুর অগ্নিতে ঢাক। রক্তের খরতানে
মাধ্যমিক বাংলা সাহিত্য ২ক্ত১
জাগাও পাবক প্রাণ কণ্ঠে ফোটাও নিষ্ঠুরতম গান যাক পুড়ে যাক আপামর পশু মনুষ্যত্বের ধিক অপমান কিশোর তোমার হাত দুটো উঁচু রাখো কুহেলী পোড়ানো মিছিলের হুতাশনে লাখ অযুতকে ডাক। কিশোর তোমার দুই হাতের তালুতে আকুল সর্যোদয় রক্তশোভিত মুখম-লে চমকাক বরাভয়।
শব্দার্থ ও
টীকা : আকুল সর্যোদয় – নতুন দিন আসার ব্যগ্র বাসনা; বরাভয় – আশীর্বাদ বা আশ্বাসসচক করভঙ্গি বা হাতের মুদধাবিশেষ; খুন – রক্ত; মর্তে্যর অমানিশা – পৃথিবীর দুর্দিন বা পৃথিবীর অন্ধকার; অমিত- অপরাজেয়; অযুত- দশ হাজার, অপলক – পলকহীন; অনিমিখে – এক দৃষ্টিতে পলকহীনভাবে; লোলিত- কম্পিত, আন্দোলিত; খরতানে – কর্কশ সুরে; পাবাক- আগুন; আপামর – সর্ব সাধারণ; কুহেলী – কুয়াশা; রক্তশোভিত – রক্ত দ্বারা রঞ্জিত।
এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল মডেল টেস্ট কুইজ দেখতে এখানে যাও
এসএসসি (ssc) বা মাধ্যমিকির অধ্যায়ভিত্তিক অনুশীলন করতে এখানে যাও
“
0 responses on "অবাক সর্যোদয়"