Worsening flood situation
বন্যা পরিস্থিতির অবনতি
The government should reach out to the affected
সরকারের উচিত দুর্গতের পাশে দাঁড়ানো
A flood is raging in the north and northeastern part of the country, badly affecting the lives of thousands.
দেশের উত্তর -উত্তরপূর্বাঞ্চল একটি বন্যায় প্লাবিত হয়েছে ফলে হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ মারাত্মক ক্ষতি গ্রস্ত হচ্ছে।
A huge swathe of land has been inundated as some of the major rivers such as the Jamuna, Brahmaputra, Teesta, Dharla and the Dudhkumar are flowing well above the danger level at several places.
অধিকাংশ প্রধান নদী যেমন যমুনা, বহ্মপূত্র, তিস্তা, ধরলা েএবং দুখকুমার নদীর পানি কিছু কিছু জায়গায় বিপদ সীমার উপরে দিয়ে বয়ে যাওয়ায় অনেক ফসলী জমি প্লাবিত হয়েছে।
Bhurungamari-Sonahat Land Port Road has been declared off limits to all heavy vehicles as torrential rain has claimed a strip of the important highway.
মুষলধারে বৃষ্টি হওয়ায় গুরুত্বপূর্ণ হাইওয়েতে যানবহন আটকে পড়ায় ভূরুঙ্গমারী – সোনাহাটা স্থল বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে।
The government apparently has been taken unawares.
সরকারকে আপাতদৃষ্টিতে অপ্রত্যাশিত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
It is not as though the situation was unanticipated given that areas upstream had been hit by heavy rains.
যদিও উজানে অনেক বৃষ্টিপাতের ফলে পরিস্থিতি এমন হয়নি যে বন্ধ ঘোষণার করতে হবে তাই এটি একটি অপ্রত্যাশিত সিন্ধান্ত।
It was imperative to take precautionary measures to relocate people to safer places and give them succour.
দুর্গতদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া এবং তাদের ত্রাণ সামগ্রী প্রদান করা একান্ত জরুরী।
Indeed potable water and medicine should be made available to them on an urgent basis.
প্রকৃতপক্ষে , জরুরী ভিত্তিতে আক্রান্তদের পানীয় জল এবং ঔষধ সরবরাহ করা উচিত।
The government relief agencies should raise their preparedness level, keeping pace with the surge of the monsoon; meteorologists believe that the flood situation might worsen.
সরকারী ত্রাণ সংস্থাগুলোর পূর্বপ্রস্তুতির মাত্রা জোরদার , মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ার সাথে সাথে সেটা আরো গতিশীল করা উচিত , আবহাওয়াবিদগণের ধারণা বন্যার পরিস্থিতি আরো অবনতি ঘটবে।
It is at a time like this that sustained cooperation in the exchange of metrological data between Bangladesh and India is of crucial importance.
এই সময়ে বাংলাদেশ ও ভারতের আবহাওয়াগত বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিনিময় করা প্রয়োজন ।
0 responses on "অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট - 113 )"