Evicting(উচ্ছেদ) hawkers from streets
হকারদের রাজপথ থেকে উচ্ছেদ
Rehabilitation is key
পুনর্বাসনই চাবিকাঠি
The two Dhaka city corporations are set to clear footpaths from July 1.
১জুলাই থেকে দুই ঢাকা সিটিকর্পোরেশন ফুটপথকে পরিস্কার করতে যাচ্ছে।
That the small-scale eviction drive in Gulistan on June 2 fizzled out(অকৃতকার্যতা, হওয়া, হিস ফিস শব্দ করা ) was a foregone conclusion.(অবশ্যম্ভাবী)
২জুন গুলশানে ছোট মাত্রার উচ্ছেদ অভিযানের ব্যর্থতা ছিল অবশ্যম্ভাবী।
Given(অনুমোদিত, নির্দিষ্ট) that the street hawkers have no designated (ঠাওরান, সংঙ্গা দেওয়া, আখ্যা দেওযা) নামকরণ)spaces to ply (অটলভাবে কাজ করা, সরবরাহ করা, সনির্বন্ধ অনুরোধ করা )their trade, it is hardly surprising that after the cleanup drive in the morning the traders returned to the same place in the evening.
পথ হকারদের জন্য নির্দিষ্ট স্থানে ব্যবসা করার জন্য জায়গা না থাকায় সকালের উচ্ছেদ অভিযানের ফাঁকা জায়গা সন্ধায় তার আগের অবস্থায় ফিরে যাওয়াতেবিস্ময় প্রকাশ করার করার কারণ নাই।
Yes, the ubiquity(সর্বব্যাপিতা) of thousands of hawkers and street peddlers poses an obstruction to traffic.
-হ্যাঁ সবখানে হাজার হাজার হকার ও পথচারী যানবহন চলাচলে বিঘ্ন ঘটায়।
Yet, one cannot overlook the fact that they provide citizens belonging to middle and lower income groups invaluable service by selling ware(পণ্যদ্রব্য) nearby(হাতের নাগালে), at prices they can afford.
কেউই দৃষ্টিএড়াতে পারবেন না যে মধ্য ও নিম্মবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার উর্ধ্বের পণ্যদ্রবাদি স্বল্প মূল্যে বিক্রি করে হকাররা অমূল্য সেবা দিচ্ছেন।
The reason why such drives will prove ineffective is primarily because they deprive hundreds of thousands of people in the city of their livelihood.
প্রাথমিক ভাবে যেকারণে এই উচ্ছেদ অভিযান অকার্যকর হবে তাহল হাজার হাজার মানুষের জীবিকা নির্বাহ হতে বঞ্চিত হওয়া।
These traders have families to support.
এই ব্যবসায়ীরা পরিবারকে সহয়তা করেন।
They cannot be wished away by ad-hoc measures.
তাঁরা অনানুষ্ঠনিক পদক্ষেপের দ্বারা উচ্ছেদ হওয়ার আশা করে না।
The new mayors should have taken into consideration the consequences(ফলাফল) of such sudden eviction drives.
নতুন মেয়রদের হঠাত্ করে পরিচালিত উচ্ছেদ অভিযানের ফলাফল সমূহ বিবেচনায় রাখা উচিত।
If each major locality in the city has designated spaces and hours of the day for the hawkers and small traders to carry on their business, it would secure their livelihood as well as cater(খাদ্যদি পরিবেশন করা) for middle and low income group buyers.
যদি প্রতি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় হকারদের জন্য জায়গা নির্ধারণ করা হয় যেখানে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীরা সারাদিন ধরে ব্যবসা করতে পারবে ফলে এটি তাদের জীবিকা নির্বাহের এবং মধ্যম ও নিম্ম আয়ের মানুয়ের খাদ্যাদি পরিবেশনে নিরাপত্তা দান করবে।
The bottom line(শেষ কথা) is, first provide them with viable alternative locations and then, take actions against those who persist(জিদ করা, স্থায়ী অবস্থায় থাকা) in their old ways.
শেষ কথা , প্রথমে তাদেরকে সম্ভাব্য বিকল্প জায়গা দিন এবং তারপর যারা পূরানো জায়গায় থাকছে তাদের বিরুদ্ধে ব্যবস্থায় নিন।
To this end, we need to stamp out(দুর্নীতি দূর করা) petty(ক্ষুদ্রমনা, হীনচেতা, সামান্য) bribery and the influence(প্রভাব) of vested(স্বার্থবাদী, কায়েমী , ) groups.
পরিশেষে,আমাদের উচিত হীনচেতা মানুষদের ঘুষ, দুনীতি দূর এবং স্বার্থান্বেষীদের প্রভাবকে রোধ করা ।
0 responses on "অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট - 112 )"