📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট – 92 )

We are relieved that at last Nur Hossain has been brought back from India(অবশেষে নূর হোসেনকে ভারত থেকে ফেরত আনায় আমরা স্বস্তি পেয়েছি।. The very manner in which he fled the country had raised many questions(সে যেভাবে দেশ থেকে পালিয়ে গিয়েছিল যেটি অনেক প্রশ্ন উঠিয়েছিল). Now we are perplexed(এখন আমরা কিংকর্তব্যবিমূঢ়) as to যে why the prime(প্রধান) accused(আসামি) in the most gruesome(ঘৃণ্য/ভয়ানক, জঘন্য) murder in recent times is not being quizzed(সম্প্রতি কেন প্রধান অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না ). And in asking why Nur Hossain has not been taken on remand so far(এবং প্রশ্ন করছি কেন নূর হোসেনকে এখনও রিমান্ডে নেয়া হয়নি , we are only echoing public sentiments.(আমরা শুধু জনগণের অনুভুতির পূণর্ব্যক্ত করছি)
Are we to assume(আমরা কি অনুমান করতে পারি that যে in a murder case একটি হত্যাকাণ্ডে that involves an agency of the state(সরকারী সংগঠন জড়িয়ে আছে), the police have nothing further to find out from the prime accused(পুলিশের কি প্রধান অভিযুক্তের কাছ থেকে আরও কিছু বের করার নেই? On the contrary(অপরপক্ষে, we feel,(আমরা মনে করি) there are many unanswered questions.(অনেক গুলো অনুত্তরিত প্রশ্ন প্রশ্নই থেকে গেল)
Was Nur acting alone(নূর কি একাই সব করেছে, or in collusion with others নাকি তার সাথে অনেকে জড়িত ছিল? How is it that a unit of Rab got involved in the matter without the higher authority getting a wind of it(কিভাবে উপরস্থ কতৃপক্ষের ইশারা ছাড়া র্যা বের মতো একটি ইউনিট এই ইস্যুতে জড়িতে হয়? And how did he manage to escape (এবং কিভাবে সে পালাতে সক্ষম হয়েছিল the dragnet that was supposed to be in place when the murders were discovered যখন হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছিল? These are mysteries(এগুলো সব রহস্যজনক) that can only be demystified if Nur Hossain is taken on remand(যা নূরকে রিমাণ্ডে নিলে বেরিয়ে আসবে). We wonder how can the case be proceeded with on the basis of the current charge sheets (আমরা আশ্চর্যান্বিত যে কিভাবে কারেন্ট চার্জ সিটের উপর ভিত্তি করে মামলাটি পরিচালনা করা হবে when the main character in the case has not been questioned even once(যখন মামলার মূল আসামিকে একবারও জিজ্ঞাসাবাদ করা হয়নি; how can the investigation be deemed complete(কিভাবে তদন্ত প্রক্রিয়াকে সমাপ্ত করা হল?
We feel there is a need for further probe(তদন্ত) (আমরা মনে করি এইক্ষেত্রে আরো তদন্ত করা জরুরী)because, according to common perception(প্রত্যক্ষ দর্শীদের মতে , there is more than just the involvement of Nur Hussain(এখানে নূর হোসেন জড়িত ছাড়াও আরো অনেক কিছু জড়িয়ে আছে) . And there is the name of a state agency(এই ক্ষেত্রে রাষ্ট্রীয় যে সংস্থাটির নাম আছে which needs to be cleared by determining (সেটি দৃড়তার সাথে স্পষ্ট করতে হবে that (যে indeed প্রকৃতপক্ষে those who কারা participated in the killings were acting on their own.(এই হত্যাকাণ্ডে নিজের ইচ্ছায় জড়িত ছিল।

   
   

0 responses on "অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট - 92 )"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved