📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট – 82 )

Banned pesticides in use!
নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার !
Hold the authorities to account
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল হওয়া উচিত ।
/
/
It is extremely concerning that substandard, fake and banned pesticides are being marketed across the country, under the very nose of the authorities, at great risk to public health.
েএটি অত্যন্ত দু:খের বিষয় যে কর্তৃপক্ষের নাকের ডগা দিয়ে সারা দেশে নিম্নমানের , নকল, এবং নিষিদ্ধ কীটনাশক বাজারজাত করা হচ্ছে যেটি সাধারণ জনগনের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকি পূর্ণ।
Speakers at a roundtable titled “Food Safety and Responsible Use of Pesticides” highlighted that even though the government has banned as many as 195 hazardous pesticides over the last few years, many of these continue to be sold in the markets and used by farmers as a result of lack of systematic monitoring on the part of concerned authorities.

’’খাদ্য নিরাপত্তা এবং কীটনাশকের দায়িত্বশীল ব্যবহার‘’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা উল্লেখ করেন সরকার গত কয়েক বছরে ১৯৫ এর অধিক কীটনাশক নিষিদ্ধ করেছিল, যেগুলোর অনেকগুলো বাজারে বিক্রি হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তত্ত্বাবধানের অভাবে কৃষকরা এইগুলো ব্যবহার করছে।

As many as 377 types of pesticides, which are already banned in developed countries, are still in use in the country, posing a serious threat to food safety.
/
এ পর্যন্ত উন্নত দেশে ৩৭৭টির অধিক কীটনাশককে নিষিদ্ধ করা হয়েছে , যেগুলো এখনও আমাদের দেশে ব্যবহৃত হচ্ছে যেটি খাদ্য নিরাপত্তাকে মারাত্মক ঝুঁকিতে ফেলেছে।

The excessive use of pesticides on crops can have debilitating effects on public health, causing cancer, birth defects, and damages to the nervous, reproductive and endocrine systems.
খাদ্যশষ্যে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার সাধারণ জনগনের স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে , যেটি ক্যান্সার , জন্মগত ত্রুটি সৃষ্টি করে এবং স্নায়ুতন্ত্র , প্রজনন তন্ত্র এবং অন্ত:ক্ষরা গ্রন্থির ক্রিয়া সমূহকে ধ্বংস করে।
/
It is estimated that at least 2 lakh people die annually from pesticide poisoning.
/
পরিসংখ্যানে দেখা যায় বার্ষিক কমপক্ষে ২ লাখ লোক কীটনাশকের বিষক্রিয়ায় মারা যায় ।
/
In addition, the use of pesticides has an irreversible( অপরিবর্তনীয় effect on the environment.
উল্লেখ্য যে , কীটনাশকের ব্যবহারে পরিবেশের উপর একটি মারাত্মক প্রভাব ফেলে।
.
/
It is alarming that despite the severity )প্রখরতা/ বেগ /কঠিনতা/প্রবলতা/ নির্দয়তা )of the threat posed by pesticides, their use has increased by a staggering(টলটলায়মান) six-fold in the last six decades.

;
এটি খুবই আশঙ্কার বিষয় যে কীটনাশকের ভয়াবহ ঝুঁকি থাকা সত্ত্বেও গত ৬ দশকে তরতর করে ৬গুন বৃদ্ধি পেয়েছে।

It is unacceptable that no action is being taken at the national or grassroots level by concerned authorities to root out toxic and illegal pesticides from the country.
.
এটি অগ্রহণযোগ্য যে দেশ থেকে বিষ ও কীটনাশককে সমূলে উত্পাটন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষজাতীয় ও তৃণমূল পর্যায়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
/
Officers, who are allowing the unfettered trade of these pesticides, must be identified and punished, and stern action must be taken against traders selling these products in the market.

/
কর্মকর্তা যারা এইসব অবৈধ কীটনাশকের ব্যবসাকে অনুমোদন দিচ্ছে তাদের অবশ্যই চিহ্নিত করতে হবে িএবং শাস্তি দিতে হবে এবং যে সব ব্যবসায়ী এইসব পণ্য বাজারজাত করছে তাদের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নিতে হবে।
/
The Ministry of Agriculture and other government bodies must raise awareness about the health hazards caused by pesticides and encourage farmers to use non-toxic alternatives.
কৃষি মন্ত্রণালয় ও সরকারের অন্য সংস্থাসমূহকে কীটনাশকে স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে অবশ্যই সচেতনতা বাড়াতে হবে এবং কৃষকদের কীটনাশকের বিকল্প হিসেবে নন টক্সিক ব্যবহারে উত্সাহিত করতে হবে।

   
   

0 responses on "অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট - 82 )"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved