1.Elimination( বর্জন, নির্মূল, বাদ দেয়া) : Eradication, termination, exclusion
2. Strategy( কৌশল, পরিকল্পনা) : Tactics, plan of action, techniques
3. Realigned( সমন্বয় সাধন)
4. take comfort( স্বস্তি লাভ) : a person or thing that makes someone feel less worried, upset, frightened, etc.
5. Hazardous( বিপদজনক, ঝুঁকিপূর্ণ) : Perilous, Risky, venturesome
6.garbage(আবর্জনা) : Rubbish, Trash, Junk, refuse
7. Grievous( পীড়াদায়ক, যন্ত্রনাদায়ক, অসহ্য):Melancholic, Difficult to Endure,bitter, harsh, oppressive
8.evident( স্পষ্ট, প্রতীয়মান, প্রকট) : Obvious, manifest, Explicit
9.resisting( বাধা দিচ্ছে, রোধ করছে) : Obstruct, Hinder
10.ambiance( আবহ,পরিবেশ, বায়ুমন্ডল) : a particular environment or surrounding influence
11.pleasurable ( আনন্দদায়ক, মনোরম)
12.background( পটভূমি, প্রেক্ষাপট,পরিবেশ) Environment, Circumstance, Situation
13.earn a living( টাকা উপার্জন করা) : To make money
14.grind ( কঠোর পরিশ্রম করা) hard work, usually dirty work, donkey work
15. morsel( এক গ্রাস, অল্প পরিমান) :Scantling
16.Incumbent( আরোপিত, অবশ্যপালনীয়) Obligatory, indispensable, Bounden
17. Causative( কারণসূচক): making something happen or exist : causing something
18. Prevalence( ব্যাপকতা; সর্বাভিব্যাপ্তি; প্রচলন; প্রাবল্য; প্রচলতা; বিস্তার) : profusion, predominance
19. Workforce ( কর্মশক্তি)
20.Incorporate( সংঘবদ্ধ করা): to include (something) as part of something else
business : to form into a corporation, Embody
21.ground reality(প্রকৃত বাস্তবতা)
22. Vocational.(কারিগরি)
এবার পড়ি
=
February 02, 2016
EDITORIAL
Elimination of child labour
(শিশুশ্রম দূরীকরণ / নির্মূলকরণ)
Our strategy needs be realigned
(আমাদের পরিকল্পনাগুলো পূনর্বিন্যস্ত করতে/ঢেলে সাজাতে হবে)
While we can take comfort from the fact that we have been able to reduce the number of child workers by two million in the last 10 years, a large number of children are still employed in hazardous work.
( গত দশ বছরে শিশুশ্রম দুই মিলিয়ন কমাতে সক্ষম হওয়ায় আমরা কিছুটা স্বস্তিবোধ করলেও এখনো বিপুল সংখ্যক শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিযুক্ত আছে। )
These include glass factories, welding shops, garbage collection points, tanneries and ship breaking yards. A large number of children also work in households as domestic help with little or no pay. To make it even more grievous, these children do not enjoy any free time. Many face torture and abuse. (এর মধ্যে রয়েছে গ্লাস ফ্যাক্টরি, ঝালাইয়ের/ঢালাইয়ের দোকান, আবর্জনা সংগ্রহের স্থান, চামড়া পাকা করার কারখানা এবং জাহাজ ভাঙার জায়গা। অনেক শিশু বাসাবাড়িতে যৎসামান্য কিংবা বিনা বেতনে গৃহস্থালির কাজ করে। এসব শিশুরা অবসর সময় উপভোগ করতে পারে না যেটি আরো দু:খজনক। অনেকে আবার নির্যাতন ও দুর্ব্যবহারের সম্মুখীন হয়। )
It is now evident that it will take a few more years to completely eliminate child labour. There are some social and economic conditions that are resisting the removal of such practice.
( এটি পরিষ্কার/ স্পষ্ট যে, শিশুশ্রম সম্পূর্ণরুপে নির্মূল করতে আরো কয়েক বছর লেগে যাবে। কিছু সামাজিক ও অর্থনৈতিক পারিপার্শ্বিকতা এমন চর্চা/রেওয়াজ দূরীকরণের কাজকে ব্যাহত করছে/ঠেকিয়ে রাখছে। )
Most of the children employed in economic activities come from poor backgrounds, because of which their families have to send them to work to earn a living.
( অর্থনৈতিক কর্মকান্ডে নিয়োজিত এসব শিশুদের বেশির ভাগই আসে দরিদ্র অবস্থা থেকে যার ফলে তাদের পরিবারকে জীবিকা অর্জনের জন্য তাদের কাজে নিযুক্ত করতে হয়। )
As a result, when the children should be enjoying the pleasurable ambiance of the schoolroom and playground, some children have to grind hard just for a morsel of food. ( ফলে যে সময়টা তাদের শ্রেণিকক্ষে বা খেলার মাঠের হাসিখুসি পরিবেশে কাটানোর কথা, সে সময়ে কিছু শিশুকে এক মুঠো/ সামান্য খাবারের জন্য কঠোর পরিশ্রম করতে হয়। )
It is indeed incumbent upon us to remove the causative factors that allow the prevalence of child labour in our workforce. Parents should be encouraged to send their children to school.
( যেসব কারণসূচক উপাদান/বিষয়গুলো শিশুদের কর্মক্ষেত্রে যেতে সুযোগ করে দেয়/ বাধ্য করে সেগুলো দুর করার দ্বায়িত্বটা মূলত আমাদের ( উপর বর্তায়। )
শিশুদের বিদ্যালয়ে পাঠাতে বাবা-মাকে উৎসাহিত করতে হবে। )
Also, the strategy to eliminate child labour needs be realigned to incorporate the ground realities. The curricula at the secondary level should have technical and vocational training so that the poor families see the reason for investing in the education of their children. We also suggest a strict enforcement of laws against child labour. ( এর পাশাপাশি, বাস্তব অবস্থাকে বিবেচনায় নিয়ে /একত্রীভূত করে শিশুশ্রম বন্ধের কৌশলকে পূণর্বিন্যস্ত করতে হবে। মাধ্যমিক পর্যায়ের পাঠ্যসূচিতে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ থাকতে হবে যেন দরিদ্র পরিবারগুলো তাদের ছেলেমেয়েদের শিক্ষায় বিনিয়োগের যথার্থতা/মানে খুজে পায়। আমরা শিশুশ্রম বন্ধে আইনের কঠোর প্রয়োগেরও পরামর্শ দিচ্ছি
0 responses on "অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট - 69 )"