📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট – 59 )

The Daily Star সম্পাদকীয়র

Maddening noise pollution
বিরক্তকর শব্দ দূষণ
.
Laws alone not enough
প্রতিরোধে শুধু আইন যথেষ্ট নয়
,
Noise-induced hearing loss is one of the most pervasive occupational health problems in the city but usually goes unnoticed because it is gradual, according to an expert.
একজন বিশেষজ্ঞের মতে রাজধানীতে পেশাগত স্বাস্থ্য ঝুঁকিজনিত সমস্যাগুলোর মধ্যে সর্বব্যাপী সমস্যা হলো শব্দজনিত কারণে শ্রবণশক্তি হ্রাস পাওয়া কিন্তু এটি ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ায় এটি সাধারণত সবার অগোচরেই থেকে যায় ।

Sound pollution increases blood pressure and enhances the rate of autism among children, affecting their normal development, he said at a recently held seminar.
সম্প্রতি একটি সেমিনারে তিনি বলেন শব্দদূষণ রক্তচাপকে বাড়ায় এবং শিশুদের মধ্যে অটিসমের হারকে বাড়ায় যেটি তাদের স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করে।

It is alarming but should not come as a surprise in a city where practices like blowing the horn out of pique rather than warning someone of danger has become the norm, adding to the higher-than-permissible intensity of sound.
এটি ভীতিকর কিন্তু একটি শহরে এটিকে আশ্চর্যজনক বলে ভাবা উচিত হবে না কেননা এখানে এর বিপদজ্জনকতা সম্পর্কে সর্তক না করে বিরক্তকর ভেঁপু বাজানো প্রথায় পরিণত হয়েছে , যেটি সহনীয় মাত্রার চেযে শব্দের মাত্রাকে বহুগুণ বৃদ্ধি করছে।

Bevies of research show that social and behavioural effects of noise exposure are complex, subtle, and indirect, giving rise to aggressiveness, unfriendliness and disengagement—attributes beginning to define the residents of this overcrowded and unplanned city.

অনেক গবেষণা প্রমাণ করেছে শব্দ দূষণের সামাজিক ও আচরণগত প্রভাবগুলো খুবই জটিল , সুক্ষ্ম এবং আক্রমনাত্মক , অবন্ধুত্বসুভল ও সবকিছু থেকে বিচ্ছিন্নতা মূলক আচরণ বৃদ্ধিতে পরোক্ষ ভূমিকা পালন করে – এই লক্ষণগুলো জনাকীর্ণ ও অপরিকল্পিত রাজধানীর অধিবাসীদের মধ্যে ধরা পড়ছে।
,
Noise pollution also impairs performance at school and at work, decreasing motivation and increasing errors.
শব্দ দূষণ বিদ্যালয়ে এবং কর্মক্ষেত্রে কর্মদক্ষতাকেও ব্যাহত করে , প্ররণাশক্তি ধ্বংস করছে ও ভুলের পরিমাণকে বৃদ্ধি করছে ।
Considering the impacts on public health, the Noise Pollution Control Guideline 2006 must be strictly followed and unnecessary honking banned and heavily penalised.
জনস্বাস্থ্যের উপর এর প্রভাবের কথা বিবেচনা করে শব্দ দূষণ নির্দেশনা ২০০৬ কঠোর ভাবে অনুসরণ করা এবং অযথা ভেঁপু বাজানো নিষিদ্ধ করা এবং অমান্য করলে কঠোর শাস্তি প্রদান করা উচিত।

But laws alone are not enough to combat this new plague, educating people on the adverse effects of sound pollution, for instance, excessive use of mobile phones, is equally important to meet our instinctive need for quiet and peace.
কিন্তু এই নতুন পীড়ককে শুধু আইন দ্বারাই মোকাবেলা করা সম্ভব নয় , শব্দ দূষণ এমনকি অতিরিক্ত মোবাইল-ফোন” target=”_blank”>মোবাইল ফোনের ব্যবহারেরও বিরুপ প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে ,যা আমাদের শান্ত/সুখ ‍ ও শান্তির মতো সহজাত প্রবৃত্তি পুরণে সমগুরুত্বপূর্ণ ।

 

   
   

0 responses on "অনুবাদ চর্চা : The Daily Star সম্পাদকীয়র (পার্ট - 59 )"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved