জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা আগামী ২৩শে আগস্ট থেকেই শুরু হবে।
রোববার (২০শে আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের চারশ ৬৩টি কলেজের একশ ৬৬টি কেন্দ্রে মোট এক লাখ ২৪ হাজার নয়শ ৪৯ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ নেবে।
সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, সম্প্রতি দেশের বন্যা পরিস্থিতির কারণে পরীক্ষার্থীদের মনে পরীক্ষা নির্দিষ্ট সময়ে অনুষ্ঠিত হবে কিনা এ বিষয়ে সংশয়ের সৃষ্টি হয়। এই বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরীক্ষার বিস্তারিত সময়সূচী ও কেন্দ্রতালিকা পাবেন এই লিংকে।
আরো পড়ুন:
0 responses on "অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা ২৩ আগস্ট থেকেই শুরু হবে"