জেএসসি-বাংলা-1-গদ্য-1-অতিথির-স্মৃতি – জেএসসি-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 182
অতিথির স্মৃতি | 1811. কামাল কবুতর পোষে। একবার এক আত্মীয়ের বাড়ি থেকে সে একটি বকুতর নিয়ে আসে। কবুতরটিরন নাম রাজা। তাকে নিয়ে কামালের আনন্দে দিন কাটে। এক রাতে খাটাশের হাতে প্রাণ দেয় রাজা। তার সেই ‘বাক বাকুম’ ডাক আজও কামাল ভুলতে পারে নি। রাজার কথা মনে হলেই কামালের মন কেঁদে ওঠে।
- পশুপাখির সাথে মানুষের মমত্বের সম্পর্ক
- পোষা প্রাণীর বিয়োগ বেদনায় কাতরতা
- প্রতিপালকের প্রতি পোষা প্রাণীর প্রতিদানের দৃষ্টান্ত
A,C
1812. সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন বাক্যে প্রকাশ পেয়েছে?
- অতিথি মহাব্যস্ত
- কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করছেঅতিথি লেখকে দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে
- স্টেশনের ফটকের বাইরে অতিথি একদৃষ্টে চেয়ে আছে
- বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী
1813. শরৎচন্দ্রের ‘বড়দিদি’ কোন পত্রিকায় প্রকাশ পায়?
- প্রবাসী
- কল্লোল
- সবুজ পত্র
- ভারতী
1814. লেখক বায়ু পরিবর্তনের জন্য কোথায় গিয়েছিলেন?
- রাঁচি
- দেওঘর
- কাশী
- শিলং
1815. ভজন গাওয়া লোকটির গানের সুর কেমন ছিল?
- সুমধুর
- একঘেয়ে
- হাফ-আখড়াই
- বাজখাঁই
1816. ‘কুঞ্জ’ শব্দের অর্থ কী?
- অরণ্য
- জঙ্গল
- লতাগুহ
- উপবন
1817. পান্ডুর শব্দটির অর্থ কী?
- ফ্যাকাশে
- অমলিন
- উজ্জ্বল
- বিবর্ণ
1818. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলেজ-শিক্ষা অসমাপ্ত তাকে কী কারণে?
- লেখালেখির কারণে
- রাজনীতির কারণে
- অবহেলার কারণে
- দারিদ্র্যের কারণে
1819. আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কী বোঝানো হয়েছে?
- কোনো তিথি না মেনে কারোর আগমনকে
- মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করাকে
- অবাঞ্ছিত কোনো অতিথির অধিক সময় অবস্থানকে
B,C
1820. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা?
- ব্যথার দান
- শেষের কবিতা
- চাঁদের পাহাড়
- পথের দাবী
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
আমাদের অন্যান্য সেবাঃ
ডোমেইন হোস্টিংঃ http://hostbelt.com
0 responses on "অতিথির স্মৃতি জেএসসি বাংলা গদ্য মডেল টেস্ট"