স্বাধীন-বাংলাদেশের-অভ্যূদয়ে-নাগরিক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1582
15811. বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন কখন?
- ৭ মার্চ প্রথম প্রহরে
- ২৫ মার্চ প্রথম প্রহরে
- ২৬ মার্চ প্রথম প্রহরে
- ২৭ মার্চ প্রথম প্রহরে
15812. ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদের ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ কয়টি লাভ করে?
- ২৮৬টি
- ২৮৭টি
- ২৮৮টি
- ২৮৯টি
15813. বঙ্গবন্ধু উপাধিটি কার ক্ষেত্রে অধিক যুক্তিযুক্ত?
- শেখ মুজিবুর রহমানের
- জিয়াউর রহমানের
- জেনারেল এরশাদের
- শেখ হাসিনার
15814. বঙ্গবন্ধু ঘোষিত ৬ দফা কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে শিক্ষার্থী সংগ্রাম পরিষদ কয় দফা কর্মসূচি ঘোষণা করে?
- ১০ দফা
- ১১ দফা
- ২০ দফা
- ২১ দফা
15815. ৬ দফা কর্মসূচি উত্থাপন করেন কে?
- এ.কে ফজলুল হক
- শেখ মুজিবুর রহমান
- মাওলানা ভাসানী
- মোহাম্মদ আলী জিন্নাহ
15816. প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কর্তৃক পাকিস্তান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে কখন?
- ১ মার্চ ১৯৭১
- ২ মার্চ ১৯৭১
- ৩ মার্চ ১৯৭১
- ৪ মার্চ ১৯৭১
15817. বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দেন কোথায়?
- জিয়া উদ্যানে
- সোহরাওয়ার্দী উদ্যানে
- পল্টন ময়দানে
- টিএসসি
15818. খাজা নাজিমুদ্দীন উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্র ভাষা করার ঘোষণা দেন কখন?
- ১৯৫২ সালের ২৩ জানুয়ারি
- ১৯৫২ সালের ২৪ জানুয়ারি
- ১৯৫২ সালের ২৫ জানুয়ারি
- ১৯৫২ সালের ২৬ জানুয়ারি
15819. ১৯৭১ সালের ১৫ মার্চ কে ঢাকায় আসেন?
- মোহাম্মদ আলী জিন্নাহ
- জুলফিকার আলী ভুট্টো
- আইয়ুব খান
- ইয়াহিয়া খান
15820. ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি কোথায়?
- কুমিল্লায়
- নোয়াখালীতে
- চাঁদপুরে
- ব্রাহ্মণবাড়িয়ায়
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্বাধীন-বাংলাদেশের-অভ্যূদয়ে-নাগরিক - এসএসসি-পৌরনীতি-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1582"