স্বাধীন-বাংলাদেশের-অভ্যূদয়ে-নাগরিক – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1577
15761. লাহোর প্রস্তাব পেশ করেন কে?
- মোহাম্মদ আলী জিন্নাহ
- এ.কে. ফজলুল হক
- মওলানা ভাসানী
- শেখ মুজিবুর রহমান
15762. ১৯৪৭ সালের ১৪ আগস্ট ভারত বিভক্ত হয়ে কয়টি স্বাধীন রাষ্ট্রে রূপান্তরিত হয়?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
15763. পাকিস্তানের আক্রমণ থেকে বাঁচার জন্য লাখ লাখ নারী-পুরুষ কোথায় আশ্রয় নেয়?
- ভারতে
- মিয়ানমারে
- যুক্তরাষ্ট্রে
- যুক্তরাজ্যে
15764. কাকে মুখ্যমন্ত্রী করে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা গঠন করা হয়?
- বঙ্গবন্ধুকে
- ভাসানীকে
- এ.কে. ফজলুল হককে
- জিন্নাহকে
15765. যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল-
- বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান
- ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনার নির্মাণ
- পাট ব্যবসায় জাতীয়করণ
A,B,C
15766. যুক্তফ্রন্ট কয় দফাবিশিষ্ট কর্মসূচি গ্রহণ করে?
- ২০ দফা
- ২১ দফা
- ২২ দফা
- ২৩ দফা
15767. যুক্তফ্রন্ট নিচের কোন দাবি উত্থাপন করার প্রতিশ্রুতি দিয়ে বাঙালিদের আকৃষ্ট করেছিল?
- পাকিস্তানকে একটি ফেডারেশন করা
- প্রদেশগুলোর শুল্ক ধার্য করার ক্ষমতা দেওয়া
- পূর্ব বাংলার পূর্ণ বাংলায় পূর্ণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা করা
- সকল রাজবন্দীর মুক্তি দেওয়া
15768. আইয়ুব খান ৪৪ মাস কীভাবে দেশ পরিচালনা করেন?
15769. পাকিস্তানি শাসকগোষ্ঠীর মধ্যে ক্ষমতা হারানোর ভীতি ছড়িয়ে পড়ার যথার্থ কারণ কোনটি?
- ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন
- ৭০ এর নির্বাচনে ভুট্টোর সংখ্যাগরিষ্ঠতা অর্জন
- অর্থনৈতিক মহামন্দা দেখা দেওয়া
- রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায়
15770. ‘কালোরাত্রি’ হিসেবে খ্যাত নিচের কোনটি?
- ২৫ মার্চ
- ২৬ মার্চ
- ২৭ মার্চ
- ২৮ মার্চ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্বাধীন-বাংলাদেশের-অভ্যূদয়ে-নাগরিক - এসএসসি-পৌরনীতি-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1577"