এসএসসি (ssc) বা মাধ্যমিকির সকল অধ্যায় দেখতে এখানে যাও
পাঠ পরিচিতি : রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মিনী উপাখ্যান’ থেকে ‘স্বাধীনতা’ কবিতাটি সংকলন করা হয়েছে। পরাধীন হয়ে কোনো মানুষ বাঁচতে পারে না। একজন মানুষ হতে পারেন বিত্তশালী, পরাক্ষমশালী-থাকতে পারে তার প্রচুর ধনসম্পদ, দাসদাসী-কিন্তু তিনি যদি স্বাধীন না হন তবে তার জীবন মল্যহীন। তাই পরাধীন হয়ে গৃহে বসে না থেকে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের জন্য কবি আহ্বান করেছেন। তিনি বলেছেন, দেশের কল্যাণে যে আত্মনিয়োগ এবং আত্মত্যাগ করেন-পৃথিবীতে তাঁর চেয়ে বৃহৎ ও মহৎ কেউ নয়।
0 responses on "স্বাধীনতা - পাঠ পরিচিতি"