স্বাধীনতা-ও-সাম্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পৌরনীতি-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1600
15991. আইন সাধারণত কত প্রকার?
- 2
- 3
- 5
- 6
15992. আইনবিশারদদের বিজ্ঞানসম্মত গ্রন্থ –
- ল অব দ্যা কনস্টিটিউশন
- ল অব দ্যা পার্লামেন্ট
- কমেনটরিজ অন দ্যা লব অব ইংল্যান্ড
A,C
15993. সরকারি আইন প্রণয়ন করার উদ্দেশ্য –
- ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষা করা
- ব্যক্তির সাথে রাষ্ট্রের সম্পর্ক রক্ষা করা
- বিচার বিভাগের কাজ পরিচালনা করা
B,C
15994. রাষ্ট্র সৃষ্টির পূর্বে কীসের মাধ্যমে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো?
- প্রথমার মাধ্যমে
- ধর্মীয় অনুশাসনের মাধ্যমে
- শাস্তির মাধ্যমে
- ন্যায়বোধের মাধ্যমে
15995. সমাজে কখন অনাচার অরাজকতা সৃষ্টি হয়?
15996. মানুষ কেন আইন মান্য করে?
- পুলিশের ভয়ে
- শাস্তির ভয়ে
- নৈতিকতার ভয়ে
- আইন শৃঙ্খলা রক্ষার জন্য
15997. রাষ্ট্রের বিচার বিভাগের কাজ পরিচালনার জন্য কোন আইন প্রণয়ন করা হয়?
15998. সরকারি আইনকে কয় ভাগে ভাগ করা যায়?
- তিন
- চার
- পাঁচ
- ছয়
15999. আইনের মৌলিক বৈশিষ্ট্য হলো –
- সর্বজনীন
- স্বাধীনতার অভিভাবক
- মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্বাধীনতা-ও-সাম্য - এসএসসি-পৌরনীতি-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1600"