স্থিরতড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2378
23861. যে কোনো পরমাণু আধান নিরপেক্ষ, কারণ পরমাণুতে থাকে সমান সংখ্যক কী থাকে?
- ইলেকট্রন ও প্রোটন
- ইলেকট্রন ও নিউটন
- প্রোটন ও নিউটন
- ইলেকট্রন ও পজিট্রন
23862. কোনটির ইলেকট্রন আসক্তি বেশি?
- ফ্লানেল
- পলিথিন
- কাচদণ্ড
- শোলাবল
23863. কোন বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো-
- অ্যামিটার
- ভোল্টমিটার
- অণুবীক্ষণ যন্ত্র
- তড়িৎবীক্ষণ যন্ত্র
23864. একটি গোলাকার ধনাত্মক আধানে আহিত বস্তু হতে বলরেখা গুলো কত কোণে বের হবে?
- 3600
- 2700
- 1800
- 900
23865. বৃষ্টির সময় লোহার তৈরী পুলের নিচে দাঁড়ানোর চেয়ে বৃষ্টিতে ভেজা ভাল কেন?
- পুল ভেঙ্গে পড়ার সম্ভাবনা থাকে
- ধুলাবালি পড়তে পারে
- তড়িৎগ্রস্ত হওয়ার সম্ভবনা থাকে
- পানির ঢল নামতে পারে
23866. নিচের কোনটি তড়িৎ সুপরিবাহক?
- কাঠ
- কাগজ
- কাচ
- রূপা
23867. জব্বার একটি কাচদণ্ডকে তার গায়ের সিল্কের কাপড় দিয়ে ঘষার পর কাগজের টুকরার নিকট ধরলে এক ধরনের তড়িৎ ধর্ম পর্যবেক্ষণ করল। জব্বারের পর্যবেক্ষণীয় ঘটনা কোনটি?
- কাগজের টুকরা বিকর্ষণ করে
- কাগজের টুকরা আকর্ষণ করে
- কাগজের টুকরা দূরে সরে যেতে থাকে
- কাগজের টুকরা আকর্ষণ ও বিকর্ষণ করে
23868. জব্বার একটি কাচদণ্ডকে তার গায়ের সিল্কের কাপড় দিয়ে ঘষার পর কাগজের টুকরার নিকট ধরলে এক ধরনের তড়িৎ ধর্ম পর্যবেক্ষণ করল।জব্বার সিল্কের কাপড়ের সাথে কাচদণ্ডটি ঘর্ষণের প্রয়োগিক দিক কোনটি?
- কাচদণ্ডটি ধনাত্মক আধানে আহিত হয়
- কাচদণ্ডটি ঋণাত্মক আধানে আহিত হয়
- কাচদণ্ডটি আধান নিরপেক্ষ হয়
- কাচদণ্ডটি ধনাত্মক ও ঋণাত্মক আধানে আহিত হয়
23869. জব্বার একটি কাচদণ্ডকে তার গায়ের সিল্কের কাপড় দিয়ে ঘষার পর কাগজের টুকরার নিকট ধরলে এক ধরনের তড়িৎ ধর্ম পর্যবেক্ষণ করল। জব্বারের হাতের কাচদণ্ডটিকে আহিত হয়; কারণ-
- ইলেকট্রন গ্রহণ করে
- ইলেকট্রন ত্যাগ করে
- ইলেকট্রনের চেয়ে প্রোটন সংখ্যা বেশি
B,C
23870. স্বাভাবিকভাবে একটি পরমাণুতে কোনো তড়িৎ ধর্ম প্রকাশ পায় না কেন?
- পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে বলে
- পরমাণুতে সমান সংখ্যক ইলেকট্রন ও নিউট্রন থাকে বলে
- পরমাণুতে কোনো আধান থাকে না বলে
- পরমাণুতে সমান সংখ্যক প্রোটন ও নিউট্রন থাকে বলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্থিরতড়িৎ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-10"