স্থিরতড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2381
SSC-পদার্থ বিজ্ঞান মডেল টেস্ট | 23801. q1=20C, q2=50C এবং d=2m হলে ক্রিয়াশীল বল কত?
- 2.25 ×1013N
- 2.25 ×1012N
- 22.5 ×1012N
- 25.2 ×1012N
23802. 5 C মানের দুটি আহিত বস্তু পরস্পর থেকে 5m দূরে আছে। তাদের মধ্যবর্তী আকর্ষণ বল-
- 5 N
- 1/4pÎ0
- 9´109N
B,C
23803. ঝড় বৃষ্টির সময় বিপজ্জনক অবস্থান-
- গাছের নিচে
- ছাতার নিচে
- তড়িৎ পরিবাহী ধাতুর কাছে
A,B,C
23804. গাড়ি রং করা হয় কীসের সাহায্যে?
- এ সি কারেন্ট
- ইমালশন পেইন্ট
- স্থির তড়িৎ
- ডি সি কারেন্ট
23805. একটি বস্তুকে আহিত বা তড়িৎগ্রস্ত করার উপায় কোনটি?
- অপর কোনো বস্তু দ্বারা ঘর্ষণের মাধ্যমে
- ঋণাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করা
- ধনাত্মক বা ঋণাত্মক আধানে আহিত করা
- তড়িৎবীক্ষণ যন্ত্রে প্রবেশ করানো
23806. স্থির তড়িতের কারণে-
- টিভির পর্দায় ময়লা জমে
- প্যারাসুট ব্যবহার করে নেমে আসা সম্ভব হয়
- সরাসরি সংযুক্ত ধাতব খুঁটি তড়িৎ স্পৃষ্ট করে
A,C
23807. দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কোন সূত্র দ্বারা নির্ণয় সম্ভব?
- নিউটনের সূত্র
- কুলম্বের সূত্র
- আইনস্টাইনের সূত্র
- লেনজের সূত্র
23808. মাটিতে কী ধরনের বিভব থাকে?
- ঋণাত্মক
- ধনাত্মক
- নিরপেক্ষ
- বিপরীতধর্মী
23809. কোনো তড়িৎক্ষেত্রে 8 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে সেটি 16 নিউটন বল লাভ করে। ঐ বিন্দুতে 15 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করলে বলের মান কত হবে?
- 40N
- 15N
- 45N
- 30N
23810. আমরা কাপড় পাল্টানোর সময় বৈদ্যুতিক শক্ অনুভব করি কেন?
- পরিধেয় কাপড় তড়িৎ সুপরিবাহক বলে
- পরিধেয় কাপড় অন্তরক বলে
- ঘর্ষণের ফলে পরিধেয় কাপড় অনাহিত হয় বলে
- ঘর্ষণের ফলে পরিধেয় কাপড় আহিত হয় বলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "SSC-পদার্থ বিজ্ঞান মডেল টেস্ট - 2381"