স্থিরতড়িৎ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2393
23921. তামার পাত ইলেকট্রন দান করে কীরূপ তড়িৎগ্রস্ত হয়?
- ধনাত্মক
- ঋণাত্মক
- চার্জহীন
- উভয় চার্জযুক্ত
23922. চার্জের ক্ষেত্রে-
- ইলেক্ট্রন প্রোটন সমান চার্জ বহন করে
- প্রোটন ঋণাত্মক চার্জ বহন করে
- নিউট্রন চার্জ বিহীন
A,C
23923. আহিত বস্তুর কোনটির জন্য তড়িৎক্ষেত্রের বলরেখার প্রকৃতি ভিন্ন হয়?
- দিক
- ভর
- মান
- অবস্থান
23924. আধান নিরপেক্ষ কণা কোনটি?
- ইলেকট্রন
- প্রোটন
- নিউট্রন
- আলফা কণা
23925. নিচের তথ্যগুলো লক্ষ্য করো:
- তাপমাত্রা ভূমিকা পালন করে তাপবিজ্ঞানে
- তরলের মুক্ততল ভূমিকা পালন করে উদস্থিতিবিদ্যায়
- বিভব ভূমিকা পালন করে স্থির তড়িৎ বিদ্যায়
A,B,C
23926. নিচের তথ্যগুলি ভালভাবে লক্ষ্য করো:
- মানবদেহে প্রায় সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন রয়েছে
- ইলেকট্রন ও প্রোটনের একটি মৌলিক ধর্ম হচ্ছে ভর
- আহিত বস্তু পরস্পরের উপর তড়িৎ বল প্রয়োগ করে
A,C
23927. দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব d এবং এদের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান F হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
- Fα1/d
- Fα1/d2
- Fαd
- FαÖd
23928. শূন্যস্থানে C এর মান কত?
- 9´106Nm2c-2
- 9´109Nm-2c2
- 9´109Nm2c-2
- 9´106Nm2c2
23929. ফ্লানেলের সাথে ইবোনাইট দণ্ড ঘষলে-
- ইবোনাইট দণ্ড ধনাত্মক আধানে আহিত হয়
- ফ্লানেল ধনাত্মক আধানে আহিত হয়
- ইবোনাইট দণ্ড ঋণাত্মক আধানে আহিত হয়
B,C
23930. দুটি আহিত পরিবাহকের মধ্যে আধানের প্রবাহ নির্ভর করে-
- আধানের পরিমাণের ওপর
- পরিবাহক দুটির মধ্যবর্তী দূরত্বের ওপর
- পরিবাহক দুটির বিভবের ওপর
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "স্থিরতড়িৎ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2393"