এসএসসি (ssc) বা মাধ্যমিকের সকল অধ্যায় দেখতে এখানে যাও
অনুশীলন করঃ-
১। ‘এক সাধারণ যুবকের মুক্তিযোদ্ধা হওয়া এবং যুদ্ধশেষে স্বাধীন দেশে ফিরে আসা- এরকম পটভূমির
একটি কবিতা বা কাহিনী লেখ।
বহুনির্বাচনি প্রশ্নঃ-
১। বাঙালির হাতে কী উঠেছে?
ক. কাস্তে খ. গ্রেনেড গ. জাল ঘ. লাঠি
মাধ্যমিক বাংলা সাহিত্য ২৫0
২। ‘নীলকমলেরা’ কারা ?
ক. প্রহরীরা খ. সাহসীরা গ. হৃদয়বান ব্যক্তিগণ ঘ. মুক্তিযোদ্ধাগণ
উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাওঃ-
বিদেশি সেনার কামানে-বুলেটে বিদ্ধ নারী শিশু আর যুবক-জোয়ান বৃদ্ধ শত্রু সেনারা হত্যার অভিযানে – মুক্তিবাহিনী প্রতিরোধ উত্থানে। উদ্দীপকে ‘জননী সাহসী বাংলা’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে ?
I. মুক্তিযুদ্ধের প্রতিরোধ II. সাধারন মানুষের অসহায়ত্ব III. দীর্ঘশ্বাস নিচের কোনটি সঠিক ?
ক. I খ. II গ. III ঘ.II ও III
উদ্দীপকের অনুভব ‘সাহসী জননী বাংলা’ কবিতার কোন পঙ্কক্তির সঙ্গে সাদৃশ্যর্পূণ ?
ক. তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে খ. বুড়িগঙ্গা পদ্মা নদীতীর/ডাকাত পড়েছে গ্রামে গ. ভোজ হবে আজ প্রতিশোধে/যার সঙ্গে যে রকম, সে রকম খেলবে বাঙালি ঘ. সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন।
সৃজনশীল
যখন হানাদারবধ সংগীতে ঘৃণার প্রবল মন্ত্রে জাগ্রত স্বদেশের তরুণ হাতে নিত্য বেজেছে অবিরাম মেশিনগান, মর্টার গ্রেনেড।
ক. মধ্যরাতে কারা এসেছিল ?
খ. বর্ণমালা পথে পথে তেপান্তরে ঘুরেছিল কেন ?
গ. উদ্দীপকের অনুভব ‘সাহসী জননী বাংলা’ কবিতার অনুভবের সঙ্গে সাদৃশ্যর্পূণ-ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের ভাবনা ‘সাহসী জননী বাংলা’ কবিতার সামগ্রিক পরিচয় নয়- মল্যায়ন কর।
আরও পড়ুনঃ-
সাহসী জননী বাংলা শব্দার্থ ও টীকা
0 responses on "সাহসী জননী বাংলা - কর্ম-অনুশীলন"