সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৮
- প্রশ্ন: ব্রিকস জোটের “নিউ ডেভেলপমেন্ট ব্যাংক” গঠনের লক্ষ্যে চুক্তি সাক্ষরিত হয় কবে?
উত্তর: ১৫ জুলাই ২০১৪নিদের্শনা: ব্রিকস জোটের “নিউ ডেভেলপমেন্ট ব্যাংক” গঠনের লক্ষ্যে চুক্তি সাক্ষরিত হয় ১৫ জুলাই ২০১৪
- প্রশ্ন: ইউরোপিয়ান কমিশন (EC) এর নতুন প্রেসিডেন্ট কে?
উত্তর: জা ক্লদ জাংকার (লুক্সেমবার্গ)নিদের্শনা: ইউরোপিয়ান কমিশন (EC) এর নতুন প্রেসিডেন্ট জা ক্লদ জাংকার (লুক্সেমবার্গ)
- প্রশ্ন: নবঘোষিত ইসলামি রাষ্ট্রের (IS) খলিফা কে?
উত্তর: আবু বকর আল বাগদাদিনিদের্শনা: নবঘোষিত ইসলামি রাষ্ট্রের (IS) খলিফা আবু বকর আল বাগদাদি
- প্রশ্ন: বাংলাদেশ ভারতের সমুদ্রসীমা নির্ধারনী মামলার রায় হয় কবে?
উত্তর: ৭ জুলাই ২০১৪নিদের্শনা: বাংলাদেশ ভারতের সমুদ্রসীমা নির্ধারনী মামলার রায় হয় ৭ জুলাই ২০১৪
- প্রশ্ন: ২০১৪ সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী ২০১৩ সালে বিশ্বের কোন দেশে সর্বাধিক বিনিয়োগ হয়?
উত্তর: যুক্তরাষ্ট্রনিদের্শনা: ২০১৪ সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন অনুযায়ী ২০১৩ সালে যুক্তরাষ্ট্র এ সর্বাধিক বিনিয়োগ হয়
- প্রশ্ন: বিশ্বের কোন দেশের লোক সর্বাধিক শরনার্থী হয়েছে?
উত্তর: আফগানিস্তাননিদের্শনা: সর্বাধিক শরনার্থী হয়েছে আফগানিস্তান এ
- প্রশ্ন: মিসরের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর: আবদেল ফাত্তাহ আল সিসিনিদের্শনা: ২০১৪ সালের মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি নির্বাচিত হন।
- প্রশ্ন: বর্তমানে দেশে থানার সংখ্যা কতটি?
উত্তর: ৬৩৬ টিনিদের্শনা: বর্তমানে দেশে থানার সংখ্যা ৬৩৬ টি
- প্রশ্ন: বর্তমানে দেশে থানার সংখ্যা কতটি?
উত্তর: ৬৩৬ টি - প্রশ্ন: ভারতে বর্তমানে রাজ্যের সংখ্যা কতটি?
উত্তর: ২৯ টিনিদের্শনা: ভারতে বর্তমানে রাজ্যের সংখ্যা ২৯ টি
আরো পড়ুন ঃ
সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৪
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৮"