সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) – ৬১
- প্রশ্ন: নেপালের সাবেক প্রধানমন্ত্রী সুশীল কৈরালার মৃত্যু হয় কবে?
উত্তর: ৯ই ফেব্রুয়ারি, ২০১৬ - প্রশ্ন: চাঁদে অবতরণকারী ষষ্ঠ মানব যুক্তরাষ্ট্রের নভোচারী এডগার মিচেল কবে পরলোক গমন করেন?
উত্তর: ৬ই ফেব্রুয়ারি, ২০১৬ - প্রশ্ন: যুক্তরাষ্ট্রের নভোচারী এডগার মিচেলের মিশন ছিল কোনটি?
উত্তর: এপোলো ১৪ - প্রশ্ন: চাঁদে অবতরণকারী ষষ্ঠ মানব কে?
উত্তর: এডগার মিচেল - প্রশ্ন: ২০১৬-২০১৮ মেয়াদে বাংলাদেশ তিন বছরের জন্য জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার (ডাব্লিউএফপি) নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয় কবে?
উত্তর: ২রা ফেব্রুয়ারি, ২০১৬ - প্রশ্ন: nbsp;মিয়ানমারে অর্ধ শতাব্দীর বেশি সময় পর গণতান্ত্রিকভাবে নির্বাচিত নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হয় কবে?
উত্তর: ১লা ফেব্রুয়ারি, ২০১৬ - প্রশ্ন: বাসীদের জন্য দ্বৈত নাগরিকত্বের বিধান রেখে মন্ত্রিসভায় বাংলাদেশ নাগরিকত্ব আইন ২০১৬-এর খসড়া অনুমোদন হয় কবে?
উত্তর: ১ ফেব্রুয়ারি - প্রশ্ন: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ -২০১৬ তে বাংলাদেশ কততম হয়েছে?
উত্তর: ৩য়নিদের্শনা: অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ -২০১৬ তে বাংলাদেশ ৩য় হয়েছে।
- প্রশ্ন: সম্প্রতি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে কোন দেশ?
উত্তর: ওয়েস্ট ইন্ডিজনিদের্শনা: ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মত অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ-২০১৬ শিরোপা জিতেছে।
- প্রশ্ন: সম্প্রতি শেষ হওয়া এসএ গেমসে বাংলাদেশ কততম হয়েছে?
উত্তর: ৫মনিদের্শনা: এসএ গেমসে বাংলাদেশ পঞ্চম হয়েছে। মাত্র ৪টি স্বর্ণ জিতেছেন বাংলাদেশের অ্যাথলিটরা। ১৫টি রৌপ্য ও ৫৬ টি ব্রোঞ্জসহ পদকের সংখ্যা মোট ৭৫টি। ৪টি স্বর্ণের ৩টিই জিতেছেন নারী ক্রীড়াবিদরা। ভারোত্তলনে মাবিয়া আক্তার সীমান্ত বাংলাদেশের হয়ে জেতেন প্রথম স্বর্ণ। এরপর মাহফুজা আক্তার শিলা সাঁতারে একাই জেতেন ২টি স্বর্ণ। আর পুরুষদের মধ্যে একমাত্র স্বর্ণজয় করেন পিস্তল শ্যুটিংয়ে শাকিল আহমেদ।
আরো পড়ুন ঃ
সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) – ৬০
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) - ৬১"