🎉চলছে ইশিখন স্কিল ফেস্ট অফার!! নতুন বছরে সকল অনলাইন কোর্সে চলছে ৭০% পর্যন্ত ডিসকাউন্ট!! বিস্তারিত

Pay with:

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৫৪

সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) – ৫৪

  • প্রশ্ন:  সম্প্রতি প্রকাশিত ITU তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন সূচকে বাংলাদেশ কত তম?
    উত্তর:  ১৪৪ তম 
     

    নিদের্শনা: আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়ন সূচকে একধাপ এগিয়ে ১৪৪ তম বাংলাদেশ।যা ২০১৪ সালের প্রতিবেদনে দেখানো হয়েছিল ১৪৫ তম।

  • প্রশ্ন:  সম্প্রতি বুরকিনা ফাসোতে প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হন?
    উত্তর:  রোক মার্ক খ্রিশ্চান ক্যাবোর 
     

    নিদের্শনা: বুর্কিনা ফাসো আফ্রিকা মহাদেশের পশ্চিমভাগে অবস্থিত একটি রাষ্ট্র। ২৯/১১/২০১৫ তারিখে প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী রোক মার্ক খ্রিশ্চান ক্যাবোর জয়ী হয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রী ৫৩ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন।

  • প্রশ্ন:  সম্প্রতি ইউরোপে শরাণার্থীর ঢল ঠেকাতে EU’র সাথে কোন দেশের চুক্তি হয়েছে?
    উত্তর:  তুরস্ক 
     

    নিদের্শনা: ইউরোপে শরাণার্থীর ঢল ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) ও তুরস্কের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। ২৯/১১/২০১৫ তারিখ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ এর সঙ্গে তুরস্কের প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু এ সংক্রান্ত একটি চুক্তি করেছেন। বর্তমানে তুরস্কে অবস্থান করা ২২ লাখ সিরীয় শরণার্থীর জীবনযাত্রা মান উন্নয়নের জন্য ইইউ তুরস্ককে তিন কোটি ২০ লাখ মার্কিন ডলার অর্থ সাহায্য দেবে। যাতে ওই সব শরণার্থী জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পেরিয়ে গ্রিস হয়ে ইউরোপের অন্যান্য দেশে প্রবেশের চেষ্টা না করে।

  • প্রশ্ন:  বাংলাদেশ বিমানে যুক্ত হওয়া বোয়িংয়ের পঞ্চম উড়োজাহাজের নাম কি?
    উত্তর:  মেঘদূত 
     

    নিদের্শনা: বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের পঞ্চম উড়োজাহাজ।এ উড়োজাহাজটি পরবর্তী প্রজন্মের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের। ১৬২ আসনের নতুন এ উড়োজাহাজটির নাম দেওয়া হয়েছে “মেঘদূত”।

  • প্রশ্ন:  সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন দেশের নারীরা নির্বাচনে প্রথমবারের মতো প্রার্থী হতে যাচ্ছেন-
    উত্তর:  সৌদি আরব 
     

    নিদের্শনা: সৌদি আরবে প্রথমবারের মতো আগামী ১২ ডিসেম্বরের পৌর নির্বাচনে প্রায় ৯০০ নারী  প্রার্থী হতে যাচ্ছেন। দেশটির  এ নির্বাচন প্রথমবারের মতো নারীদের নিজেদের নেতৃত্ব নির্বাচন করার সুযোগ করে দিয়েছে।

  • প্রশ্ন:  সম্প্রতি কবে প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়?
    উত্তর:  নভেম্বর ২৭, ২০১৫ 
     

    নিদের্শনা: অস্ট্রেলিয়ার অ্যাডিলেইড-এ অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড (সিরিজের) তৃতীয় টেস্ট দিয়ে শুরু হল টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম দিবা-রাত্রির ম্যাচ । ফ্ল্যাড লাইট আর গোলাপী বলের যুগের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় নভেম্বর ২৭, ২০১৫ তারিখ। তবে খেলাটি শেষ হয়ে যায় ৩ দিনে। ঐতিহাসিক ম্যাচটিতে জয় লাভ করে অস্ট্রেলিয়া।

  • প্রশ্ন:  সম্প্রতি কোন বাংলাদেশী ‘গুসি শান্তি পুরস্কার -২০১৫’ পেয়েছেন-
    উত্তর:  শাইখ সিরাজ 
     

    নিদের্শনা: কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ ‘গুসি শান্তি পুরস্কার -২০১৫’ পেয়েছেন।

  • প্রশ্ন:  বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নবনিযুক্ত কোচ-
    উত্তর:  টম সেইন্টফিট 
     

    নিদের্শনা: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নবনিযুক্ত কোচ- টম সেইন্টফিট.

  • প্রশ্ন:  মিঠা পানিতে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান-
    উত্তর:  পঞ্চম 
     

    নিদের্শনা: জাতিসংঘের তথ্য মতে মিঠা পানিতে মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান -পঞ্চম।

  • প্রশ্ন:  অস্কার বিজয়ী “চ্যারিয়ট অভ ফায়ার” এর রচয়িতা কে?
    উত্তর:  কলিন ওয়েল্যান্ড 
     

    নিদের্শনা: অস্কার বিজয়ী “চ্যারিয়ট অভ ফায়ার” এর রচয়িতা কলিন ওয়েল্যান্ড গত ২ নভেম্বর মৃত্যু বরণ করেছে। তিনি দীর্ঘদিন “আলজেইমারস” রোগে ভুগছিলেন।

   
   

0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৫৪"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved