সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) – ৫৩
- প্রশ্ন: কলিন ওয়েল্যান্ড-এর অস্কার বিজয়ী রচনা কোনটি?
উত্তর: চ্যারিয়ট অভ ফায়ারনিদের্শনা: অস্কার বিজয়ী “চ্যারিয়ট অভ ফায়ার” এর রচয়িতা কলিন ওয়েল্যান্ড গত ২ নভেম্বর মৃত্যু বরণ করেছে। তিনি দীর্ঘদিন “আলজেইমারস” রোগে ভুগছিলেন।
- প্রশ্ন: তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন কোন বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী?
উত্তর: ড. নুরুন্নবীনিদের্শনা: বাংলাদেশি-আমেরিকান বিজ্ঞানী ড. নুরুন্নবী তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।যুক্তরাষ্ট্রে ৩ নভেম্বর ছিল ভোটের দিন। জাতীয় নির্বাচনের পাশাপাশি বছরের এ দিন স্থানীয় সরকারের বিভিন্ন পদেও ভোটগ্রহণ করা হয়। নিউজার্সির প্লান্সবোরো টাউনশিপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ড. নুরুন্নবী। নিউজার্সির মর্যাদাপূর্ণ প্রিন্সটন এলাকায় দীর্ঘদিন থেকে বসবাস করে আসছেন এই মুক্তিযোদ্ধা বিজ্ঞানী।
- প্রশ্ন: নিউইয়র্কে প্রথমবারের মত মুসলিম নারী বিচারক নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: ক্যারোলিন ওয়াকার ডিয়ালোনিদের্শনা: ক্যারোলিন ওয়াকার ডিয়ালো নিউইয়র্কে প্রথমবারের মত মুসলিম নারী বিচারক নির্বাচিত হয়েছেন।
নগরীর সিভিল বিচারক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ব্রুকলিনের বাসিন্দা কৃষ্ণাঙ্গ ক্যারোলিন গত মঙ্গলবার নির্বাচনে জয়ী হওয়ার পর এখানকার মুসলিম অভিবাসীরা রীতিমতো উৎসবে মেতে উঠেছেন। তাৎক্ষণিকভাবে ব্রুকলিনের একটি রেস্তোরাঁয় তাঁর সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়। বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীরা তাঁকে অভিনন্দন জানাতে সেখানে ভিড় করেন।
- প্রশ্ন: ২০১৪ সালের ICSB পুরস্কার পেল কতটি কোম্পানী?
উত্তর: ২৮ টিনিদের্শনা: ১০/১১/২০১৫ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ১০টি শ্রেণীতে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৪ প্রদান করা হয়।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫৫টি প্রতিষ্ঠান এই পুরষ্কারের জন্য আবেদন করেছিলো।
- প্রশ্ন: ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ ২০১৫ পুরস্কারে বাংলাদেশের প্রধান মন্ত্রী শেখ হাসিনা কবে ভূষিত হন?
উত্তর: ২৮শে সেপ্টেম্বর, ২০১৫নিদের্শনা: রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ সম্মান পুরস্কার ‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ গ্রহণ করেছেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সুদূরপ্রসারী পদক্ষেপ নেওয়ার স্বীকৃতি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পুরস্কারটি দেওয়া হয়েছে।২৮/০৯/২০১৫ তারিখ নিউইয়র্কের একটি হোটেলে এক অনুষ্ঠানে শেখ হাসিনার হাতে পুরস্কারটি তুলে দেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচির (ইউএনইপি) নির্বাহী পরিচালক এখিম স্টেইনার।
- প্রশ্ন: ২০১৫ ইউরোপা লীগের চ্যাম্পিয়ন হয়েছে?
উত্তর: সেভিয়ানিদের্শনা: ২০১৫ সালে ইউরোপা লীগে টানা দ্বিতীয় বারের মত শিরোপা জিতে রেকর্ড গড়লো সেভিয়া। ইউক্রেনের ক্লাব ডিনিপ্রোকে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেনের এ ক্লাবটি। এতে আগামী মওসুুমে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে খেলার সুযোগ পেল তারা।
- প্রশ্ন: সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ পণ্য বিক্রির রেকর্ডধারী আলিবাবা কোন দেশের ই-কমার্স জয়েন্ট?
উত্তর: চীননিদের্শনা: ১২ই নভেম্বর, ২০১৫ (বুধবার) মধ্যরাত থেকে শুরু হওয়া ‘সিঙ্গেল ডে’ উপলক্ষ্যে মাত্র ১০ ঘন্টায় ৮০০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে জ্যাক মা’র এই প্রতিষ্ঠান যেটি বিশ্বের ই-কমার্সের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। তবে ১৪ ঘন্টা শেষে বিক্রির পরিমাণ ১০০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।
- প্রশ্ন: মিচেল স্টার্কের দ্রুততম বলের রেকর্ডকৃত বলের গতি কত?
উত্তর: ১৬০.৪ কি.মি/ঘন্টানিদের্শনা: নিউ জিল্যান্ডের বিপক্ষে পার্থ টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় নতুন বলে একটি ডেলিভারিতে ঘণ্টায় ১৬০.৪ কিলোমিটার/ঘন্টা গতি তুলেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
- প্রশ্ন: নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা কবে ঢাকায় আসেন?
উত্তর: ১৬ই নভেম্বর, ২০১৫নিদের্শনা: তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন নেদারল্যান্ডসের রাণী ম্যাক্সিমা। গত ১৬/১১/২০১৫ তারিখে সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিন দিনের সফরে রাণী ম্যাক্সিমা বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গাজীপুরে চলমান একটি উন্নয়ন প্রকল্প রাণী ম্যাক্সিমাকে নিয়ে পরিদর্শন করেন। এ ছাড়া ঢাকা সফরে ম্যাক্সিমা ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন ফজলে হাসান আবেদের সঙ্গে সাক্ষাৎ করেন।
- প্রশ্ন: ৫ টাকার মূদ্রা সরকারের দায়িত্বে আনার বিল পাস হয় কত তারিখে?
উত্তর: ১৫ই নভেম্বর, ২০১৫নিদের্শনা: ৫ টাকার মুদ্রা প্রচলনের দায়িত্ব সরকারের হাতে এসেছে, যেটি এতদিন ছিল কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে। ‘বাংলাদেশ কয়েনেজ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৫’ সংসদে ১৫/১১/২০১৫ তারিখ রোববার জাতীয় সংসদে পাস হয়।
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) - ৫৩"