- প্রশ্ন: ১৭ নভেম্বর, ২০১৫ গ্রিসে অনুভূত ভূমিকম্পের মাত্রা কত ছিল?
উত্তর: ৬ দশমিক ৫নিদের্শনা: ১৭/১১/২০১৫ তারিখ মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১টার পর আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল গ্রিসের পূর্বাঞ্চলীয় শহর নিদরি থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-উত্তর পশ্চিমে, ভূ-পৃষ্ঠের ১১ দশমিক ১ কিলোমিটার গভীরে।
- প্রশ্ন: দীর্ঘ এক দশক পর আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচনে নির্বাচিত হয়েছেন?
উত্তর: মাওরিসিয়ো মাকরি - প্রশ্ন: বাংলাদেশের ‘জীববৈচিত্র্য’ আইন ভঙ্গ করলে সর্বোচ্চ কত বছরের জেল হবে?
উত্তর: ৫ বছরনিদের্শনা: বাংলাদেশের ‘জীববৈচিত্র্য’ রক্ষায় সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রেখে আইন করার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।নীতিগত অনুমোদনের প্রায় আড়াই বছর পর গত সোমবার ২৩/১১/২০১৫ ইং তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ জীববৈচিত্র্য আইন-২০১৫’ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।এই আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা সংগঠন অনুমতি ছাড়া বাংলাদেশের কোনো ‘জীববৈচিত্র্য বা জীবসম্পদ’ এর বিষয়ে তথ্য বা জ্ঞান সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা বা বাণিজ্যিক ব্যবহার করতে পারবে না। এই বিধিনিষেধ প্রযোজ্য হবে বিদেশি নাগরিক বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের ক্ষেত্রেও।
২০১৩ সালের ১০ জুন এ আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা।
- প্রশ্ন: বাংলাদেশের প্রথম কোন পর্বতারোহী ‘সপ্ত শৃঙ্গ’ জয় করেন?
উত্তর: ওয়াসফিয়া নাজরীননিদের্শনা: বাংলাদেশের পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন ওশেনিয়া অঞ্চলের কার্সটেনস পিরামিড পর্বত শৃঙ্গ জয় করেছেন। এর মধ্য দিয়ে বিশ্বের সাতটি অঞ্চলের সর্বোচ্চ সাতটি শৃঙ্গ জয়ের অভিযান পূর্ণ করেছেন তিনি।
ইন্দোনেশিয়ায় অবস্থিত মাউন্ট কার্সটেনস নামে পর্বত শৃঙ্গটি পুঞ্জাক জায়া নামেও পরিচিত। এটির উচ্চতা চার হাজার ৮৮৪ মিটার।
চার বছর আগে প্রথম বাংলাদেশি হিসেবে ‘বাংলাদেশ অন সেভেন সামিট’ নামে অভিযানটি শুরু করেছিলেন ওয়াসফিয়া নাজরীন।
ওয়াসফিয়া নাজরীন (জন্ম: ২৭ অক্টোবর, ১৯৮২) একজন বাংলাদেশী পর্বতারোহী। তিনি এখনও পর্যন্ত সর্বকনিষ্ঠ বাংলাদেশী এবং দ্বিতীয় বাংলাদেশী নারী হিসেবে ২০১২ খ্রিস্টাব্দের ২৬ মে শনিবার সকাল পৌনে ৭টায় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেষ্টের চুড়ায় আরোহন করেন।
এর আগে ২০১১ সালের ২ অক্টোবর তিনি আফ্রিকার সর্বোচ্চ পর্বত কিলিমানজারো এবং ২০১১ সালের ১৬ ডিসেম্বর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বত অ্যাকোনকাগুয়া জয় করেন। এর আগে ২০১১ সালের জুলাই মাসে ইউরোপের সর্বোচ্চ পর্বত এলবার্সের চূড়ার ৩০০ মিটার নিচে থেকে খারাপ আবহাওয়ার জন্য ফিরে আ
- প্রশ্ন: সম্প্রতি কোথায় APEC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়?
উত্তর: ফিলিপাইননিদের্শনা: ১৮-১৯ নভেম্বর, ২০১৫ তারিখে ফিলিপাইনে অনুষ্ঠিত হয় ২১ সদস্যদেশের এ বছরের সম্মেলন।
- প্রশ্ন: সম্প্রতি ASEAN -এর ২৭ তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: কুয়ালালামপুর, মালয়েশিয়ারনিদের্শনা: ১৮ – ২২ নভেম্বর, ২০১৫ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ‘আসিয়ান’-এর ২৭ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আসিয়ানভুক্ত ১০টি দেশ হলো মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, ব্রুনেই দারুসসালাম ও থাইল্যান্ড।
- প্রশ্ন: সম্প্রতি প্রকাশিত বৈশ্বিক উদ্যোক্তা সূচকে বাংলাদেশের অবস্থান?
উত্তর: ১২৫ তমনিদের্শনা: সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান “গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট” (জিইডিআই) যে বৈশ্বিক উদ্যোক্তা সূচক-২০১৬ প্রকাশ করেছে তাতে তলানিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। বিশ্বের ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৫তম। ১ নম্বর অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। এই সূচকে বাংলাদেশ ১০০ নম্বরের মধ্যে পেয়েছে ১৫ দশমিক ২। তবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি দেশের মধ্যে বাংলাদেশ সর্বশেষ অবস্থানে রয়েছে।
- প্রশ্ন: ইন্দিরা গান্ধী পুরস্কার ২০১৫ কে পেয়েছেন?
উত্তর: UNHCRনিদের্শনা: ইন্দিরা গান্ধী পুরস্কার ২০১৫ এর জন্য UNHCR কে বেছে নেয়া হয়-> অসংখ্য উদ্বাস্তুদের পুনর্বাসনের ব্যাবস্থা করে দেওয়াতে।> উদ্বাস্তুদের সংখ্যার ক্রম বৃদ্ধির হারকে কমিয়ে আনতে হাজার প্রতিকূলতার মাঝে UNHCR এর অক্লান্ত পরিশ্রম।
UNHCR কে এবারের পুরস্কারের জন্য মনোনীত করে আন্তর্জাতিক নির্নায়ক সভা, যার প্রধান ছিলেন ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারি।
পুরস্কারটি ঘোষণা করা হয় ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৯৮ তম জন্ম বার্ষিকীতে।
- প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম ঔপন্যাসিক প্যারীচাঁদ মিত্র মৃত্যুবরণ করেন কত সালে?
উত্তর: ১৮৮৩নিদের্শনা:
- প্রশ্ন: সম্প্রতি কবে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার অতিক্রম করেছে?
উত্তর: ২৯ অক্টোবর, ২০১৫নিদের্শনা: ২৯ অক্টোবর ২০১৫ তারিখে প্রথমবারের মত ২৭ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ। প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয়ের খরচ হিসাবে এই রিজার্ভ দিয়ে প্রায় সাত মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।”
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট আফেয়ার্স) - ৫২"