সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) – ৪১
- প্রশ্ন: সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত কত সালে সমাবর্তন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়?
উত্তর: ২০১৬নিদের্শনা: জাতীয় বিশ্ববিদ্যালয় ২০১৬ সালে প্রথমবারের মত প্রায় দেড় কোটির অধিক শিক্ষার্থীদের নিয়ে একসাথে ৬৪ জেলায় সমাবর্তন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছে।
- প্রশ্ন: ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারভেশন -২০১৫’ কে পায়?
উত্তর: র্যাবনিদের্শনা: বন্য প্রাণী রক্ষায় ‘বিশেষ অবদান’ রাখায় ২০১৫ সালের বঙ্গবন্ধু বন্য প্রাণী পুরস্কারের জন্য মনোনীত হয়েছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। একই সঙ্গে এ পুরস্কার পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনিরুল এইচ খান।
- প্রশ্ন: ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে কবে?
উত্তর: ২০ জুলাইনিদের্শনা: ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে স্বাক্ষরিত পরমাণু চুক্তি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এ চুক্তি বাস্তবায়ন হলে ইরানের ওপর থেকে জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে যাবে। ২০ জুলাই ২০১৫ তে জাতিসংঘে নিরাপত্তা পরিষদে চুক্তির পক্ষে একটি প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবটি পাসে সম্মতি দেয় নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রই। এ প্রস্তাব পাসের ফলে আনুষ্ঠানিকভাবে অনুমোদন পেল পরমাণু চুক্তিটি।
- প্রশ্ন: ইরান ও ছয় বিশ্বশক্তির মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষর হয় কবে?
উত্তর: ১৪ জুলাইনিদের্শনা: জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি (ছয় বিশ্বশক্তি) ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করলো ১৪ জুলাই ২০১৫ তে।চুক্তির আওতায় ইরানের পরমাণু কর্মসূচি জাতিসংঘের কড়া নজরের মধ্যে আসবে৷ বিনিময়েইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ধাপে ধাপে তুলে নেবে পশ্চিমা বিশ্ব৷
- প্রশ্ন: বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কয়টি?
উত্তর: ৩৯টিনিদের্শনা: সর্বশেষঃ (৩৯ তম) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ।[Last updated: 9 may, 2015]
- প্রশ্ন: ২০১৫ সালে উইম্বলডনে মহিলা এককে শিরোপা জেতেন কে?
উত্তর: সেরেনা উইলিয়ামসনিদের্শনা: ২০১৫ সালে মহিলা এককে আবারো সেরা সেরেনা উইলিয়ামস;উইম্বলডন টেনিসের মহিলা এককে টানা ৬ বারের মতো চ্যাম্পিয়ান হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। স্প্যানিশ উঠতি তারকা গারবিন মুগুরজাকে হারিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ উইম্বলডন শিরোপা জিতে নেন ৩৩ বছর বয়সী এ তারকা।ফাইনালে জিততে খুব একটা বেগ পেতে হয়নি সেরেনাকে। উইলিয়াম পরিবারের মেয়ে ২১ বছর বয়সী টেনিসের চমক মুগুর্জাকে সরাসরি সেটে হারিয়েছেন। ৬-৪, ৬-৪ সেটে ফাইনাল ম্যাচটি জিতে নিয়েছেন সেরেনা। এ ম্যাচে জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারের ২১তম গ্রান্ডস্ল্যাম জিতলেন সেরেনা উইলিয়ামস।
- প্রশ্ন: ২০১৫ সালে উইম্বলডনে পুরুষ এককে শিরোপা জেতেন কে?
উত্তর: নোভাক জোকোভিচনিদের্শনা: টানা দু’বার উইম্বলডনের শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ।২০১৫ সালের হাইভোল্টেজ ফাইনালে সাতবারের চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে হারিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো এ শিরোপা জয়ের স্বাদ নেন নোভাক জোকোভিচ
- প্রশ্ন: বাংলাদেশের প্রথম ভূমিকম্প সহনশীল পোশাক কারখানা কোনটি?
উত্তর: ডি কে নীটওয়্যার লিমিটেডনিদের্শনা: জাইকার সহযোগিতায় রেট্রোফিট প্রযুক্তির মাধ্যমে আশুলিয়ার ডি কে নীটওয়্যার লিমিটেড বাংলাদেশের প্রথম ভূমিকম্প সহনশীল পোশাক কারখানা। জাপানি রেট্রোফিট টেকনোলজি ব্যবহারের মাধ্যমে স্থানীয় প্রকৌশলীরা এটিকে ভূমিকম্প সহনশীল করেন। রেট্রোফিট হচ্ছে এমন এক প্রযুক্তি, যার মাধ্যমে দুর্বল ও ঝুঁকিপূর্ণ ভবন না ভেঙে তা মজবুত ও ভূমিকম্প সহনশীল করা যায়।
- প্রশ্ন: প্রথম খেলোয়াড় হিসেবে নারী বিশ্বকাপ ফুটবল ফাইনালে হ্যাটট্রিক করেন কে?
উত্তর: কার্লি লয়েডনিদের্শনা: ২০১৫ সালে মহিলা বিশ্বকাপ এ জাপানকে ৫-২ গোলে হারিয়ে উইমেন্স ওয়ার্ল্ডকাপ ফুটবলের শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র। দুর্দান্ত পারফরমেন্সে ফাইনাল ম্যাচে ইতিহাসে প্রথম বারের মতো হ্যাটট্রিক আদায় করেন আমেরিকান মিডফিল্ডার কার্লি লয়েড।
- প্রশ্ন: ২০১৫ সালে মহিলা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর: যুক্তরাষ্ট্রনিদের্শনা: ২০১৫ সালে মহিলা বিশ্বকাপ এ জাপানকে ৫-২ গোলে হারিয়ে উইমেন্স ওয়ার্ল্ডকাপ ফুটবলের শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র। দুর্দান্ত পারফরমেন্সে ফাইনাল ম্যাচে ইতিহাসে প্রথম বারের মতো হ্যাটট্রিক আদায় করেন আমেরিকান মিডফিল্ডার কার্লি লয়েড।
সাধারণ জ্ঞান – চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) – ৩
0 responses on "সাধারণ জ্ঞান - চলামন ঘটনা (কারেন্ট অ্যাফেয়ার্স) - ৪১"